• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ভিনদেশ

জীবানুনাশক করোনাভাইরাস নির্মূল করবে না: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ০৭:১৫, ১৮ মে ২০২০

জীবানুনাশক করোনাভাইরাস নির্মূল করবে না: ডব্লিউএইচও

করোনাভাইরাস মোকাবেলা করতে বিভিন্ন দেশের রাস্তাাঘাটে যে জীবানুনাশক ছিটানো হচ্ছে তা করোনাভাইরাস নির্মূল করবে না, বরং স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

শনিবার (১৬ মে) ডব্লিউএইচও বলেছে, করোনা মোকাবেলার অংশ হিসেবে পরিচ্ছন্নতা ও উন্মুক্ত স্থান জীবানুমুক্তকরণে জীবানুনাশক ছিটানো সম্ভবত খুব একটা কার্যকর নয়।

রাস্তা কিংবা বাজারের মতো স্থানগুলোতে ছিটানো জীবানুনাশকে কভিড -১৯ কিংবা অন্য কোন জীবাণু ধ্বংস হয় না। কারণ নোংরা ও ময়লা আবর্জনায় জীবানুনাশক নিষ্ক্রিয় হয়ে যায় বলে জানায় ডব্লিউএইচও।

ডব্লিউএইচও বলছে, রাস্তা কিংবা উন্মুক্ত স্থান কভিড-১৯ এর সংক্রমণ ঘটায় না। বরং এসব স্থানে জীবানুনাশক ছিটানো স্বাস্থ্যের জন্যে ঝুঁকি তৈরি করবে। তাছাড়া ঘরের ভেতরেও জীবানুনাশক ছিটানোকেও নিরুৎসাহিত করে কাপড় বা ভেজা কাপড় দিয়ে মুছে জীবাণু ধ্বংসের কথা বলা হয়েছে।

মে ১৮, ২০২০

মন্তব্য করুন: