• ঢাকা

  •  মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

সাহিত্য-সংস্কৃতি

জীবন তৃষ্ণা ǁ কানিজ ফারজানা লাইজু

কানিজ ফারজানা লাইজু

 প্রকাশিত: ১৫:১৪, ১৯ জুন ২০২০

জীবন তৃষ্ণা ǁ কানিজ ফারজানা লাইজু

জীবন অপার সান্ধ্য আইনে তা বাঁধা মানে না
শিকারী বাজ লক্ষ্য নির্ণয়ে ভুল করে না
চিন্ময় তোমাকে চিনে নিতে বড্ড সময় লাগে
মৃন্ময় জন্ম লগ্ন থেকে চেনা।

কুৎসিত ইঁদুরের মতো ভীষণ
কম্প তুলে সমস্ত ভূগর্ভ গর্ত,
প্রত্যেক ফাঁক ফোঁকরগুলো 
হাতের তালুর মতো চিনে ফেলো
রাতের অন্ধকারে কি পরিমান শক্তি নিয়ে ঢুকে পড়ো দুর্বল মানুষের কক্ষে,
খুঁচে খুঁটে খেয়ে ফেল প্রত্যেক ইঞ্চি কতো না দুর্লভ তোমার জন্য এই সকল খাদ্য কনা।

সাপের সরু হয়ে আসা কোমরে দারুন বাঁক তুলে চলে যাও গোপন মাটির গুহায়
তারপর দীর্ঘ শীতনিদ্রায় নিথর দেহ মিথঃস্ক্রিয় হতে থাকে 
নিঃসৃত হলে শরীরের স্নেহ পদার্থ
তুষার গলে গেলে সবুজ কচি পাতার ফাঁকে উকি দাও নতুন বধুর মতো চকচকে শরীর নিয়ে
যেনবা জীবন অনন্ত তাতে নেই কোন অপরাধ বোধ,
অস্থিরতা,দুশ্চিন্তা, নেই সবকিছু নিয়ন্ত্রণ করার উদগ্র বাসনা
কি কামনায় জ্বলে পুড়ে মরো চলতে থাকে তোমার আকাঙক্ষার সূতোয় চাদর বোনা

মদালস তোমার তাকানো পেশীতে পেঁচিয়ে রাখা যতো শক্তি
উৎক্ষিপ্ত করো নাগিনীর ফনা,
বিষ সেজেছে কত দারুন তার ছলনা
শুধু বিষ দাঁত বিষাদ তৈরী করে
কোমরের বন্ধনীর মতো আটকে রাখো
উদগীরণ করতে ভীষণ হও উন্মনা।

মন্তব্য করুন: