• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

অপরাধ

নান্দাইলে প্রতারণার দায়ে ৪ যুবককে ভ্রাম্যমাণ আদালতে সাজা

রিপন চন্দ্র বর্মণ, নিজস্ব প্রতিনিধি

 প্রকাশিত: ১৩:৪১, ২৩ জুন ২০২০

নান্দাইলে প্রতারণার দায়ে ৪ যুবককে ভ্রাম্যমাণ আদালতে সাজা

নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহের নান্দাইলে সরকারি ত্রাণ বিতরণের নামে গ্রামের সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও ইলেকট্রনিকস ডিভাইসের মাধ্যমে আঙ্গুলে ছাপ সংগ্রহ করে প্রতারণার দায়ে ৪ যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সন্ধ্যার আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহিম সুজন।

সাজাপ্রাপ্তরা হলেন - নান্দাইল উপজেলার মরোকলা গ্রামের আঃ জব্বাবের পুত্র সোহাগ মিয়া (২৫), সুনামগঞ্জের শাল্লা উপজেলার সোনাকান্দি গ্রামের আঙ্গুর মিয়ার পুত্র মহসিন (৩২), সুনামগঞ্জের ধিরাই উপজেলার সন্তোষপুর গ্রামের আক্কাস আলীর পুত্র শাহীন (২৮) এবং একই এলাকার কাজল মিয়ার পুত্র রুহুল আমীন (৩৫)।

জুন ২৩, ২০২০

মন্তব্য করুন: