• ঢাকা

  •  শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বাংলাদেশ

কাঁদা মাখানো অবস্থায় কুকুর টানাটানি করছিল নবজাতককে

শাহ্ আলম ভূঁইয়া, বিশেষ প্রতিনিধি

 প্রকাশিত: ০৯:৩৬, ৩ জুলাই ২০২০

কাঁদা মাখানো অবস্থায় কুকুর টানাটানি করছিল নবজাতককে

হালুয়াঘাট (ময়মনসিংহ): মনুষ্যত্বের অবক্ষয়ের আরেক নজির দেখলো ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মানুষ। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কাছাকাছি এক ড্রেনে পাশে কাঁদা মাখানো অবস্থা পড়ে ছিল এক ফুটফুটে নবজাতক। আর এই সদ্যোজাতকে টানাহেঁচড়া করছিলো একদল কুকুর। এতে নবজাতকের শরীরে কুকুরের কামড়ের আচড়ও লেগেছে।

হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিভাগের আয়া মিনতি রবিদাস ও সিনিয়র স্টাফ নার্স মিতালী নবজাতকটিকে বুধবার (১ জুলাই) দিবাগত রাত তিনটার দিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

পরে বৃহস্পতিবার (২ জুলাই) পরিচহীন এই নবজাতককে উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠিয়েছেন হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুনির আহমেদ।

তিনি জানান, নবজাতকের শ্বাসকষ্ট রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি থানায় অবহিত করলে হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) শামছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রসূতি ও নবজাতক ইউনিটের (ইওসি) দায়িত্বে থাকা নার্স মিতালী জানাম, ইওসি বিল্ডিং এর ড্রেনের পাশে কুকুরের চিৎকারের শব্দ শুনে সেখানে গিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটির গায়ে কুকুরের আচড়ের দাগ রয়েছে।

অপরদিকে, নবজাতক উদ্ধারের বিষয়টি জানতে পেরে শিশুটিকে দত্তক নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই।

হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুল হাসান জানান, সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে নবজাতকের বিষয়টি দেখা হচ্ছে।

জুলাই ৩, ২০২০

মন্তব্য করুন: