• ঢাকা

  •  বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

বিনোদন

জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর আর নেই

সময়বিডি ডেস্ক

 প্রকাশিত: ১৪:০৬, ৬ জুলাই ২০২০

জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর আর নেই

'ডাক দিয়েছেন দয়াল আমারে, রইবো না আর বেশি দিন তোদের মাঝারে।' সত্যিই তিনি রইলেন না আর আমাদের মাঝে।

না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। সোমবার (৬ জুলাই) ৬টা ৫৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি।

সোমবার এন্ড্রু কিশোর স্ত্রী তার শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরকে অক্সিজেন সাপোর্ট রাখা হয়েছে। ক্যানসারের শেষ ধাপে খুব যন্ত্রণাদায়ক। এন্ড্রু কিশোরের জন্য সবাই প্রাণ খুলে দোয়া করবেন, যেন কম কষ্ট পায় এবং একটু শান্তিতে পৃথিবীর মায়া ছেড়ে যেতে পারে।‘

উল্লেখ্য, টানা ৯ মাস সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকা দেশের জনপ্রিয় সংগীত শিল্পী এন্ড্রু কিশোর গত ১১ জুন রাতে একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেন। তবে শরীরের অবস্থা বিবেচনায় ও কোলাহলমুক্ত থাকতে দেশে ফেরার খবর এখনই কাউকে জানাতে চাননি এই গুণী সংগীত শিল্পী।

এর আগে, ২০১৯ সালেন ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। পরীক্ষা-নিরীক্ষার পর ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যানসার (নন-হজকিন লিম্ফোমা) ধরা পড়ে। সিঙ্গাপুরের চিকিৎসক লিম সুন থাইয়ের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে। বিভিন্ন ধাপে মোট ২৪টি কেমোথেরাপি দেয়া হয় এই শিল্পীকে।

১৯৭৭ সালে মেইল ট্রেন চলচ্চিত্রের ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তাঁর কেউ’ গানের মাধ্যমে তাঁর প্লেব্যাক যাত্রা শুরু। আর ১৯৭৯ সালে মুক্তি পাওয়া প্রতীজ্ঞা সিনেমার ‘এক চোর যায় চলে’ গানের মাধ্যমে প্রথম জনপ্রিয়তা লাভ করেন এন্ড্রু কিশোর। পেয়েছেন ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

জুলাই ৬, ২০২০

মন্তব্য করুন: