• ঢাকা

  •  মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

বাংলাদেশ

দেশে করোনায় আরও ৩৪ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে 

সময়বিডি ডেস্ক

 প্রকাশিত: ০৮:৫০, ১৮ জুলাই ২০২০

দেশে করোনায় আরও ৩৪ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে 

দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২ লাখের মাইলফলক অতিক্রম করলো। গত ২৪ ঘণ্টায় সারাদেশে এই ভাইরাস সনাক্ত হয়েছে আরও ২ হাজার ৭০৯ জনের শরীরে। এ নিয়ে মোট সনাক্ত হয়েছেন ২ লাখ ২ হাজার ৬৬ জন।

এছাড়া, এই ভাইরাস আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৪ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ২ হাজার ৫৮১ জনে।

শনিবার (১৮ জুলাই) দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৬৩২টি এবং  ১০ হাজার ৯২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।  এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ লাখ ১৭ হাজার ৬৭৪টি।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৩৯৩ জন। এনিয়ে দেশে করোনা থেকে মোট সুস্থ হলেন ১ লাখ ১০ হাজার ৯৮ জন।

যারা মারা গেছেন তাদের মধ্যে নারী ৫ জন ও পুরুষ ২৯ জন। যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ৬ জন, বরিশাল বিভাগে ১ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন ও সিলেট বিভাগে ৪ জন।

দেশে করোনাভাইরাস সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। করোনাভাইরাস আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

জুলাই ১৮, ২০২০

মন্তব্য করুন: