• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ভিনদেশ

বিশ্বে করােনায় একদিনে ৭১১৩ জনের মৃত্যু, নতুন হটস্পট ভারত

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ০৪:১৬, ২৩ জুলাই ২০২০

বিশ্বে করােনায় একদিনে ৭১১৩ জনের মৃত্যু, নতুন হটস্পট ভারত

চীনের হুবেই প্রদেশের উহান শহরে জন্ম নেওয়া করোনাভাইরাস মহামারিতে বিশ্বজুড়ে মৃত্যুর মিছিলে লাখ লাখ মানুষ। এই মিছিলে প্রতিদিন যোগ হচ্ছে হাজার হাজার মুখ।

এই ভাইরাস ইতালি, ব্রিটেন, ফ্রান্স, স্পেনের পর যুক্তরাষ্ট্র, ব্রাজিলে হটস্পট তৈরি করার পর এবার ভারতে ঘাঁটি গেড়েছে।
এই করোনাভাইরাস যুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৬ লাখ ২৯ হাজার ৩৪৩ জন।

আন্তর্জাতিক জরীপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ি, বিশ্বের মোট ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এই ভাইরাসে গত ২৪ ঘণ্টায় সনাক্ত হয়েছে প্রায় ২ লাখ ৮০ হাজার মানুষ। মারা গেছেন ৭ হাজার ১১৩ জন। এর মধ্যে যুক্তরাষ্ট্র, ব্রাজিলের পর ভারতে একদিনের মৃতের সংখ্যা হাজারের রেকর্ড অতিক্রম করলো।

এই ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে ১ কোটি ৫৩ লাখ ৬৫ হাজারের বেশি মানুষ। তাছাড়া সুস্থ হয়েছে ৯৩ লাখ ৪৪ হাজারের বেশি মানুষ।

এই ভাইরাসে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মৃত্যুর সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ১৮৩ জন। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে ৮২ হাজার ৮৯০ জন। তাছাড়া তৃতীয় সর্বোচ্চ ব্রিটেনে ৪৫ হাজার ৫০১ জন।

ধারাবাহিক ভাবে একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ব্রাজিলে। দেশটিতে একদিনে মারা গেছে ১ হাজার ২৯৩ জন। একই সময়ে যুক্তরাষ্ট্রে মারা গেছে ১ হাজার ২০৫ জন ও ভারতে ১ হাজার ১২০ জন, মেক্সিকোতে ৯১৫ জন ও দক্ষিন আফ্রিকায় ৫৭২ জন।

তাছাড়া একই সময়ে ইরানে ২১৯ জন, রাশিয়ায় ১৬৫ জন, পেরুতে ১৮৮ জন, চিলিতে ৪৫ জন, পাকিস্তানে ৩৮ জন, ইতালিতে ৯ জন, ব্রিটেনে ৭৯ জন, তুরষ্কে ১৯ জন, কানাডায় ৮ জন, সৌদি আরবে ৪৪ জন, কলম্বিয়ায় ২০৭ জন, মিশরে ৪১ জন, ইরাকে ৯২ জন, ইন্দোনেশিয়ায় ১৩৯ জন, আর্জেন্টিনায় ৯৮ জন, ইকুয়েডরে ৫২ জন, ইউক্রেনে ১৬ জন, কাজাখাস্তানে ৩২ জন, হন্ডুরাসে ৫৩ জন ও বলিভিয়ায় ৫৫ জন মারা গেছেন।

বাংলাদেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২ হাজার ৭৫১ আর আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৩ হাজার ২৫৪ জন আর সুস্থ হয়েছেন ১ লাখ ৫ হাজার ১৭ হাজার ২০২ জন।

জুলাই ২৩, ২০২০

মন্তব্য করুন: