• ঢাকা

  •  বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

সাহিত্য-সংস্কৃতি

বেঁধেছি যে নূপুর কই? ǁ জাফর আলম

জাফর আলম

 প্রকাশিত: ১৩:৫২, ২৪ জুলাই ২০২০

বেঁধেছি যে নূপুর কই? ǁ জাফর আলম

হৃদয় আমার নূপুর নাচের পাগল পারা
তোমার টানে মন উদাস ঘর ছাড়া!
কষ্ট কতো একলা বোঝা বইতে হয়!
খানিক বাদে মনটা যেন কোথায় রয়?
নূপুর নাচে, দুপর নাচে, নাচে দেখো কদম ফুল
উদাস এখন! ভাবো তুমি, ঠিক দেখিনি, আমার ভুল?
সাদা শাড়ীর হলুদ পাড় নাচে ওই
খালি পায়ে! বেঁধেছি যে নূপুর কই?

মন্তব্য করুন: