• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

বাংলাদেশ

রাজধানীতে বসছে ১৭টি কোরবানীর পশুর হাট

নিজস্ব প্রতিনিধি

 প্রকাশিত: ০৯:৫৬, ২৫ জুলাই ২০২০

রাজধানীতে বসছে ১৭টি কোরবানীর পশুর হাট

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির মধ্যেই রাজধানীতে বসছে ১৭টি পশুর হাট। সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যেই চলছে হাটের প্রস্তুতি। স্বাস্থ্য ও হাটের শর্তপূরণ - সবমিলিয়ে এবার সঠিকভাবে হাট পরিচালনা করাটাই ঢাকার দুই সিটি করপোরেশনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

জানা গেছে, এবার ঢাকার উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ১৭টি স্থানে বসবে কোরবানির পশুর হাট। এর মধ্যে ডিএনসিসি এলাকায় ৬টি ও ডিএসসিসি এলাকায় ১১টি পশুর হাট বসবে। 

ডিএনসিসির মধ্যে একটি স্থায়ী হাট এবং ৫টি অস্থায়ী। স্থায়ী হাটটি বসবে গাবতলীতে। অস্থায়ী হাটগুলো হলো - উত্তরা ১৭ নম্বর সেক্টরে বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ ভবন পর্যন্ত খালি জায়গায়, কাওলা শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গায়, ৪৩ নম্বর ওয়ার্ডের পূর্বাচল ব্রিজ সংলগ্ন মস্তুল ডুমনী বাজারমুখী রাস্তার উভয় পাশের খালি জায়গায়, ভাটারা (সাইদ নগর) পশুর হাট এবং উত্তরখান মৈনারটেক হাউজিং প্রকল্পের খালি জায়গায়।

অন্যদিকে, ডিএসসিসি এলাকায় ১১টি হাট বসবে উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘের মাঠ সংলগ্ন আশপাশের খালি জায়গায়, হাজারীবাগে ইনস্টিটিউট অব লেদার টেকনোলজির মাঠ সংলগ্ন উন্মুক্ত এলাকায়, সাদেক হোসেন খোকা মাঠের পাশে ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত জায়গায়, আমুলিয়া মডেল টাউনের খালি জায়গায়, রহমতগঞ্জ খেলার মাঠ সংলগ্ন আশপাশের খালি জায়গায়, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন আশপাশের খালি জায়গায়, লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন গোপীবাগ বালুর মাঠ, কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গায়, আফতাব নগর (ইস্টার্ন হাউজিং) ব্লক-ই; এফ জি এইচ ও সেকশন-১ ও ২–এর খালি জায়গায়, মেরাদিয়া বাজার সংলগ্ন আশপাশের খালি জায়গায়, দনিয়া কলেজ মাঠ সংলগ্ন খালি জায়গায় এবং ধুপখোলা মাঠ সংলগ্ন খালি জায়গায়।

নিয়ম অনুযায়ী ঈদুল আজহার ৫ দিন আগে থেকেই হাটে পশু কেনা-বেচার জন্য আনা হয়। কিন্তু এবার রাজধানী ঢাকার সব অস্থায়ী হাটগুলোতে নির্ধারিত সময়ের আগেই আসতে শুরু করেছে কোরবানির পশু।

জুলাই ২৫, ২০২০

মন্তব্য করুন: