• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

ছুটির ফাঁকে

গৌরীপুরকে পর্যটন নগরী গড়ে তোলার দাবিতে মানববন্ধন

গৌরীপুর প্রতিনিধি

 প্রকাশিত: ১৫:৫৭, ২৭ সেপ্টেম্বর ২০২০

গৌরীপুরকে পর্যটন নগরী গড়ে তোলার দাবিতে মানববন্ধন

গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরের প্রাচীন নিদর্শন ও ঐতিহাসিক স্থাপনাগুলোর সম্ভাবনাকে কাজে লাগিয়ে পর্যটন নগরী গড়ে তোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে  ২৭ সেপ্টেম্বর রবিবার বিকেলে উপজেলার সিংরাউন্দ গ্রামে ঐতিহাসিক ছিমু রানীর দীঘির পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচির আয়োজন করে স্থানীয় সংগঠন ‘দি ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড ও এসিক এসোসিয়েশন।’

মানববন্ধনে বক্তব্য রাখেন এসিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সরকার, গৌরীপুর রিপোর্টাস ক্লাবের সাবেক সভাপতি মহসীন মাহমুদ, সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, অধ্যাপক মোশারফ হোসেন সোহেল, লিমন আহমেদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ময়মনসিংহের উত্তরের জনপদ গৌরীপুর রাজা-জমিদারদের স্মৃতি বিজড়িত। এখানে রয়েছে মুঘল-সুলতানি আমলের বহু প্রাচীন নিদর্শন ও ইতিহাসখ্যাত ব্যাক্তিদের সমাধি। এছাড়াও রয়েছে বীরঙ্গনা সখিনার সমাধি, বিলুপ্ত প্রায় ছিমু রানীর দীঘি, জাতির পিতা বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার দৃষ্টিনন্দন পিতলের মুর‌্যালসহ বঙ্গবন্ধু চত্বর,  দেশের সর্ববৃহৎ উঁচু বঙ্গবন্ধুর ভাস্কর্য্য। স্থাপনাগুলোর সম্ভাবনাকে কাজে লাগিয়ে এখানে পর্যটন নগরী গড়ে তোলার দাবি জানানো হয়।

সেপ্টেম্বর ২৭, ২০২০

মন্তব্য করুন: