• ঢাকা

  •  বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

বাংলাদেশ

মুজিববর্ষ উপলক্ষে নান্দাইলে গ্রামীণ সড়ক সংস্কার কাজ উদ্বোধন

শাহ্ আলম ভূঁইয়া, বিশেষ প্রতিনিধি

 প্রকাশিত: ১৪:০৬, ২ অক্টোবর ২০২০

মুজিববর্ষ উপলক্ষে নান্দাইলে গ্রামীণ সড়ক সংস্কার কাজ উদ্বোধন

নান্দাইল (ময়মনসিংহ): ‘মুজিববর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার’ এ স্লোগানকে সামনে রেখে এবং জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক অক্টোবর’ ২০২০ মাসব্যাপী এলজিইডি’র সকল সড়ক যানবাহন চলাচল উপযোগী রাখার নিমিত্তে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে বৃহস্পতিবার (১ অক্টোবর) আচারগাঁও টু বাকচান্দা সড়কে সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন নবযোগদানকারী উপজেলা প্রকৌশলী মো. আল আমীন সরকার।

উপজেলা এলজিইডি সূত্রে জানা যায়, অক্টোবর মাসকে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষনের মাস হিসেবে ঘোষণা করা হয়েছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ, জরুরি রক্ষণাবেক্ষণ এবং সময়ান্তর রক্ষণাবেক্ষণ এই তিন ক্যাটাগরিতে মাসব্যাপী এই সড়ক সংস্কার কর্মসূচি বাস্তবায়ন হলে উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়ক সংস্কারে জনগণের দুর্ভোগ অনেক লাঘব হবে। 

মুজিববর্ষকে স্মরণীয় করতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানামূখী কর্মসূচির অংশ হিসাবে নান্দাইলেও এ কর্মসূচি শুরু হয়েছে। ২০ জন মহিলা কর্মীর মাধ্যমে বাছাইকৃত সড়কের রক্ষণাবেক্ষন কার্যক্রম অব্যাহত থাকবে।
 
উক্ত কার্যক্রম উদ্বোধনের সময় উপস্হিত ছিলেন উপজেলা সহকারী প্রকৌশলী রাশিদুল হক, সাব-ইঞ্জিনিয়ার জামান প্রমুখ।

অক্টোবর ২, ২০২০

মন্তব্য করুন: