• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বাংলাদেশ

দুর্গাপূজা উপলক্ষে রবিদাস সম্প্রদায়ের মধ্যে বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি

 প্রকাশিত: ০৪:৩৬, ২৩ অক্টোবর ২০২০

দুর্গাপূজা উপলক্ষে রবিদাস সম্প্রদায়ের মধ্যে বস্ত্র বিতরণ

গৌরীপুর (ময়মনসিংহ): শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরের রবিদাস সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি উপহার দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে পৌর শহরের জেলা পরিষদ ডাক বাংলোয় আনুষ্ঠানিকভাবে এ উপহার বিতরণ করা হয়।

কাপড় বিতরণে অর্থায়ন করেছেন উপজেলা বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য এইচ এম খায়রুল বাসার।

তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে উপজেলা বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে আমরা বিভিন্ন সামজিক ও সেবামূলক কর্মমকাণ্ড চালিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় রবিদাস সম্প্রদায়ের দুস্থদের নতুন কাপড় উপহার দেওয়া হয়েছে। উপহার পাওয়ার পর তাদের মুখে যে হাসি ফুটেছে সেটাই আমাদের পরম প্রাপ্তি।

কাপড় বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান ডালাস, সহনাটি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান গোলাপ, উপজেলা রবিদাস ফোরামের সভাপতি বাবুল রবিদাস ও সাধারণ সম্পাদক রবিন রবিদাস প্রমুখ।

অক্টােবর ২৩, ২০২০

মন্তব্য করুন: