• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বাংলাদেশ

আলমগীর হোসেন ভালুকা পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী

দিলীপ কুমার দাস

 প্রকাশিত: ১৫:২০, ৬ ডিসেম্বর ২০২০

আলমগীর হোসেন ভালুকা পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী

ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী তরুণ যুবলীগ নেতা বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক আলমগীর হোসেন প্রার্থীতা ঘোষণা করেছেন।

সম্প্রতি তিনি তার নিজস্ব কার্যালয়ে উপস্থিত দলীয় নেতা-কর্মীদের নিয়ে প্রার্থীতা ঘোষণা করেন।

আলমগীর হোসেন ১৯৮৬ সালের ৫ জানুয়ারি ভালুকা পৌর শহরে এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুর রশিদ একজন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক এবং আব্দুল গণি মাস্টার স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা। তা মা কবি ড. সেলিনা রশিদ একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তিনি ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের সদস্য, ভালুকা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এবং শহিদ মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি।

আলমগীর হোসেনের দাদা মরহুম আব্দুল গণি মাস্টারের নামানুসারে মাস্টারবাড়ি নামকরণ হয়েছে। আওয়ামী পরিবারের আদর্শ ও সৎ মনোভাব তাকে দলের দোরগোরায় পৌঁছে দিয়েছে। 

রাজনৈতিক জীবনে তিনি ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, ভালুকা উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য ও ভালুকা পৌর আওয়ামী যুবলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। তার র্দীঘদিনের আশা ভালুকাবাসীর কল্যাণে কিছু করা। তাদের পরিবারের প্রসংসনীয় কাহিনী ছড়িয়ে রয়েছে পুরো জেলায়।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা তার স্বপ্নদ্রষ্টা। রূপকল্প ২০২১-৪১ বাস্তবায়িত হলে এই বাংলাদেশ খুব অল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলায় পরিণত হবে। সেই বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত এবং বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পরিগণিত হবে। ইতোমধ্যে তিনি তার সমর্থিত কর্মীদের নিয়ে গণসংযোগসহ পথসভা ও উঠান বৈঠক অব্যহত রেখেছেন।

ঘনিষ্ট সূত্র জানায়, আলমগীর হোসেন জনপ্রতিনিধি না হয়েও সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তিনি সকলের নিকট গ্রহণযোগ্য ব্যক্তি। ভালুকা পৌরবাসীরা অতিক্রম করেছেন সঠিক নেতৃত্বের সংকটাপন্ন সময়। এবার তারা ঠিক করেছেন আলমগীর হোসেনকে নির্বাচনে বিজয়ী করে পৌরসভা মেয়রের আসনে বসাবেন। শত কর্ম ব্যস্ততার মাঝেও তিনি ধর্মীয়, সামাজিক, শিক্ষা ও শিশু সংগঠন ইত্যাদি কর্মকাণ্ডে ভালুকাবাসীর নিকট দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তারা বলেন, আগামী ভালুকা পৌরসভা নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করে জননেত্রী শেখ হাসিনা প্রমাণ করবেন তার সরকার নিরপেক্ষ। তিনি আগামী ভালুকা পৌরসভা নির্বাচনে মেয়র পদে সকলের আন্তরিক সহযোগিতা ও সমর্থন প্রত্যাশী। 

ডিসেম্বর ৬, ২০২০

মন্তব্য করুন: