• ঢাকা

  •  বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

বাংলাদেশ

গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধার স্থাপনায় হামলা, ভাংচুর

দিলীপ কুমার সরকার, নিজস্ব প্রতিনিধি

 প্রকাশিত: ১২:২২, ২২ ডিসেম্বর ২০২০

গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধার স্থাপনায় হামলা, ভাংচুর

গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুর পৌর এলাকার পুরোহিত পাড়া মহল্লায় থানা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত অজিত রঞ্জন উকিলের দীর্ঘদিনের স্বত্ব দখলীয় গৌরীপুর মৌজার আরওআর ১২৫৬নং দাগের সম্পত্তিতে অবৈধভাবে প্রবেশ করে হামলা চালিয়ে স্থাপনা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (২০ ডিসেম্বর) রবিবার বেলা সাড়ে ১২টার সময় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে প্রয়াত বীর মুক্তিযোদ্ধার বড় ছেলে পুলক রঞ্জন উকিল বলেন, 'মতিলাল সরকারের ছোট ছেলে সজল কুমার সরকার (এসআই, ক্ষিলক্ষেত থানা, ঢাকা) একজন আইনের লোক হয়েও দীর্ঘদিন যাবৎ ক্ষমতার অপব্যবহার করে গায়ের জোরে ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে আমাদের স্বত্ব দখলীয় ভূমি আত্মসাতের চেষ্টা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সজল কুমার সরকারের প্রত্যক্ষ মদদে বাবা মতিলাল সরকার এবং বড় ভাই কাজল সরকার এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটিয়ে আইনের  প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে।'

মোবাইল ফোনের ক্যামেরায় ধারণকৃত ছবি এবং ভিডিও চিত্রে দেখা যায় যে, সজল কুমার সরকারের বাবা মতিলাল সরকার এবং বড় ভাই কাজল সরকার লোহার শাবল দিয়ে স্থাপনা ভাংচুর করছে।

এ ব্যাপারে মতিলাল সরকার এবং কাজল সরকারের মোবাইলফোনে যোগাযোগ করা হলেও তারা কেউ ফোন ধরেননি। 

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধার ছোট ছেলে সাংবাদিক সুপক রঞ্জন উকিল।

ডিসেম্বর ২২, ২০২০

মন্তব্য করুন: