• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বাংলাদেশ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সময়বিডি ডেস্ক

 প্রকাশিত: ১৬:৩৬, ৩ জানুয়ারি ২০২১

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২২ ডিসেম্বর প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বাবু মতিলাল সরকার। তার প্রেরিত প্রতিবাদটি হুবহু প্রকাশ করা হলো।

অনলাইন মিডিয়া ‘সময় বিডি.কম’ নিউজ পোর্টালে ২২ ডিসেম্বর/২০২০ তারিখে ‘গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধার স্থাপনায় হামলা ভাংচুর’ শিরোনামে প্রকাশিত সংবাদটির প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রকাশিত সংবাদে অসত্য, বিভ্রান্তিকর তথ্য দিয়ে আমাদের মান-সম্মান হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে প্রণোদিত এ সংবাদটির নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রকৃত সত্য এই যে ইংরেজি ১৫/০৫/১৯৮৫ তারিখে গৌরীপুর মৌজার খতিয়ান ৪১৫ জে এল নং ২৫, দাগ নং ১২৫৫ শ্রেণি কান্দা খাতে সাড়ে ৩ শতাংশ ও দাগ নং ১২৫৭ শ্রেণি পুকুর খাতে ২ শতাংশ একুনে মোট সাড়ে ৫ শতাংশ ভূমি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অজিত রঞ্জন উকিল এর নিকট থেকে ক্রয় করে ভোগ দখল করে আসছি। আরওআর দাগ নং ১২৫৫ এর বিআরএস রেকর্ডে হাল দাগ ২০১৫ জমির পরিমাণ ৩.৩১শতাংশ ও আরওআর ১২৫৭ দাগের হাল দাগ ২০২৪ জমির পরিমাণ ২শতাংশ ভূমি ১৩৪৬নং খতিয়ানে আমার নিজ নামে রেকর্ডভূক্ত হয়। ২০১৫ দাগের আমার বসতভিটা তার সম্মুখভাগে ২০২২দাগে সরকারি রাস্তা তৎসংলগ্ন ২০২৪ দাগের পুকুরে অংশসহ নিয়া শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি।

২০১৬ সালে জনাব অজিত রঞ্জন উকিল মারা যান। তারপরেও আমাদের কোনরূপ সমস্যা হয়নি। অজিত রঞ্জন উকিল প্রয়াত হওয়ার পর বর্তমানে তার পুত্র পুলক রঞ্জন উকিল, অলক রঞ্জন উকিল ও সুপক রঞ্জন উকিল নানাভাবে বাঁধাগ্রস্থ করে আসছে। আমার শান্তিপূর্ণ বসবাসে বিঘ্ন সৃষ্টি করিয়া জমি জোরপূর্বক দখল ও বিক্রির পায়তারাও চালাচ্ছে। 

এ পরিস্থিতিতে আমি গৌরীপুর থানায় ১৮/০৬/২০২০ খ্রিঃ তারিখে অভিযোগপত্র দায়ের করি। তার প্রেক্ষিতে গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় যে, বিরোধপূর্ণ ভূমি নিয়ে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কেউ কোনো কারণে প্রবেশ করবে না। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে ২০ডিসেম্বর তারিখে পুলক রঞ্জন উকিল, অলক রঞ্জন উকিল ও সুপক রঞ্জন উকিল ও তার লোকজন জায়গা দখলে নেয়ার জন্য আবারও চেষ্টা চালায়। প্রথমে আমি ও আমার সন্তান বাঁধা দিতে গেলে আমাদের প্রাণনাশের হুমকি প্রদান করে। আমরা অবৈধভাবে দখলে নেয়া বেড়া সরাতে গেলে সেই ছবি ব্যবহার করে স্থাপনা ভাঙার অভিযোগ এনে মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার ও প্রকাশ করে। অথচ প্রকৃত সত্য হলো, সেই দিন তারাই জোরপুর্বকভাবে প্রশাসনের ও জনপ্রতিনিধিদের দেয়া নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভূমিতে প্রবেশ করে ও তাদের কিছু টিনের টুকরা ও মালামাল চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখে। 

আমি এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিকদের প্রতি অনুরোধ জানাবো এ ধরনের সংবাদ প্রকাশের বিষয়ে আরো সতর্ক, তথ্যবহুল এবং সরজমিনে পরিদর্শন করে প্রকৃত সত্য প্রকাশের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

মতিলাল সরকার
পুরোহিতপাড়া, গৌরীপুর, ময়মনসিংহ। 
০১৯৫০-১৯৮৮৭৮

মন্তব্য করুন: