• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বাংলাদেশ

গৌরীপুরে উপজেলা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা

দিলীপ কুমার দাস ও মাসুদ আলাম

 প্রকাশিত: ০৭:০১, ৮ জানুয়ারি ২০২১

গৌরীপুরে উপজেলা আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভা

গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম হবিকে (নৌকা প্রতীক) বিজয়ী করার লক্ষে যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) গৌরীপুর মহিলা ডিগ্রি (অনার্স) কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামী ও সহযোগী সংগঠনের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন জুয়েল ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ। 

প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। 

প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. সামিউল আলম লিটন, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দ্বীন মোহাম্মদ ফখরুল, কৃষি বিষয়ক সম্পাদক ড. একেএম আবদুর রফিক, ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ মতিউর রহমান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল। 

এ সময় আরও বক্তব্য রাখেন, নৌকার প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম হবি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম মুহাম্মদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহাম্মদ, সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিন, যুগ্ম সম্পাদক ম. নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল হাসিম, শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুস সামাদ, মহিলা লীগের সভানেত্রী নাসিমা পারভিন পাপড়ি, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সানাউল হক, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ সাদেকুর রহমান সেলিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকরাম হোসেন খান মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মুকতাদির শাহীন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন প্রমুখ।

জানুয়ারি ৭, ২০২০

মন্তব্য করুন: