• ঢাকা

  •  মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

বাংলাদেশ

দেশে করোনা টিকা আসবে ২৬ জানুয়ারির মধ্যে

সময়বিডি ডেস্ক

 প্রকাশিত: ০২:৩২, ১১ জানুয়ারি ২০২১

দেশে করোনা টিকা আসবে ২৬ জানুয়ারির মধ্যে

বাংলাদেশে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনা টিকার প্রথম চালান আসবে ২১ থেকে ২৬ জানুয়ারির মধ্যে।

রবিবার (১০ জানুয়ারি) রাতে একটি সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (টিকাদান) ডা. শামসুল হক।

তিনি জানান, রবিবারই জানানো হয়েছে ২০ থেকে ২৫ জানুয়ারির মধ্যে টিকা আসবে। সেটা হয়তো ২৬ তারিখে ফিক্সড হতে পারে মন্ত্রণালয় পর্যায় থেকে।

এছাড়া, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকেও এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ২১ থেকে ২৬ জানুয়ারির মধ্যে প্রথম চালানে ৫০ লাখ টিকা দেশে আসতে পারে। এরপর প্রতি মাসে ৫০ লাখ করে টিকা দেশে আসবে।

অন্য সুত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে ৬০ লাখ ডোজ টিকা আসবে। এর মধ্যে ৫০ লাখ সরকারিভাবে এবং ১০ লাখ ডোজ বেক্সিমকোর নিজস্ব ব্যবস্থাপনায় প্রাইভেট মার্কেটিংয়ের জন্য।

টিকা আসার বিষয়টি নিয়ে সোমবার (১১ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
গত নভেম্বরের প্রথম সপ্তাহে ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশ সরকার ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ত্রিপক্ষীয় চুক্তি হয়। সেরামের কাছ থেকে টিকা এনে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেবে বেক্সিমকো।

এর আগে নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, ইতোমধ্যে করোনা টিকা পরিবহনের জন্য সাতটি বিশেষ গাড়ি আমদানি করা হয়েছে। এছাড়া বিশেষায়িত কুলবক্স আনা হবে। ঢাকায় একটি কেন্দ্রীয় গুদাম তৈরি করা হয়েছে।

জানুয়ারি ১১, ২০২০

মন্তব্য করুন: