• ঢাকা

  •  শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বাংলাদেশ

রাতের আঁধারে কম্বল নিয়ে শীতার্তদের ঘরে ঘরে নান্দাইলের ইউএনও

শাহ্ আলম ভূঁইয়া, বিশেষ প্রতিনিধি

 প্রকাশিত: ০৪:১৪, ১৪ জানুয়ারি ২০২১

রাতের আঁধারে কম্বল নিয়ে শীতার্তদের ঘরে ঘরে নান্দাইলের ইউএনও

নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ উদ্দিন রাতের আঁধারে অসহায় শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র কম্বল পৌছে দিচ্ছেন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে নান্দাইল উপজেলার পৌরসদর ও নান্দাইল ইউনিয়নের বিভিন্ন গ্রামে অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের বাড়ি বাড়ি ঘরে দরজার সামনে গিয়ে বলেন, “আমি নান্দাইলের ইউএনও, দরজা খুলুন এবং আপনার কম্বল নিন।”

এ সময় ঘরের ভিতরে থাকা অসহায় শীতার্ত লোকজন ঘুম থেকে উঠে দেখেন কম্বল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন নান্দাইলের ইউএনও মো. এরশাদ উদ্দিন।

একজন প্রশাসনিক কর্মকর্তার এমন উদারতা ও মানবিকতা দেখে খুশীতে আত্মহারা হয়ে পড়েন শীতার্ত মানুষজন। পরে ইউএনও’র হাত থেকে শীত বস্ত্র কম্বল গ্রহণ করেন তারা।  

ইউএনও’র মাধ্যমে ঘরে বসেই কম্বল পেয়ে অসহায় মানুুষগুলো প্রাণভরে দোয়া করে বলেন, 'ইউএনও স্যার দিছেন বলেই এইবার আমরা কম্বল পাইছি। আমাদের খবর কে রাখে।'

অসহায়দের বাড়ি বাড়ি কম্বল বিতরণের সময় ইউএনও মো. এরশাদ উদ্দিন অনেকের ভাঙ্গা ঘরের অবস্থার দেখতে পেয়ে তাদেরকে সরকারিভাবে ঘর করে দেওয়ার আশ্বাস দেন।

ইউএনও বলেন, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কম্বল বিতরণ অব্যাহত থাকবে।

জানুয়ারি ১৪, ২০২০

মন্তব্য করুন: