• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বাংলাদেশ

ভারতের উপহার ২০ লাখ করোনা টিকা দেশে পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ০৬:৫৪, ২১ জানুয়ারি ২০২১

ভারতের উপহার ২০ লাখ করোনা টিকা দেশে পৌঁছেছে

ঢাকা: ভারতের দেওয়া উপহার সেরামের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ করোনা টিকা এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে দেশে পৌঁছেছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ১১টা ২০মিনিটে দিকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা ভ্যাকসিনের প্রথম চালান নিয়ে অবতরণ করে।

বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদুল ইসলাম গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।

তিনি বলেন, ইতোমধ্যে বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে কয়েকটি ট্রাক ভেতরে প্রবেশ করেছে। আনুষ্ঠানিকতা শেষে ভ্যাকসিনগুলো তেজগাঁও ইপিআই স্টোরে নেওয়া হবে।

এর আগে সকাল ১০টা ১২ মিনিটে ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজেও এ বিষয়ে জানানো হয়। সেখানে টিকাসহ উড়োজাহাজের কয়েটি ছবি দিয়ে বলা হয়, গন্তব্য বাংলাদেশে! ভারতে তৈরি কোভিডের চালান বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে!

এদিকে, দুপুর দেড়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে টিকা হস্তান্তর করা হবে। 

আনুষ্ঠানিকভাবে এ ভ্যাকসিন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর কাছ থেকে গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

জানুয়ারি ২১, ২০২০

মন্তব্য করুন: