• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

অপরাধ

রাজধানীর যাত্রাবাড়িতে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি

 প্রকাশিত: ০৩:৩১, ১৫ ফেব্রুয়ারি ২০২১

রাজধানীর যাত্রাবাড়িতে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে জখম

নারীকে উত্ত্যক্ত করা নিয়ে রাজধানীর যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে এক বখাটে।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যাত্রাবাড়ীর শনির আখড়ায় একটি বাড়ির পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। 

হামলাকারীর নাম পরান। তিনি আগে ওই বাসায় ভাড়ায় থাকতেন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, স্বামী, দুই ছেলে-মেয়ে নিয়ে ভাড়া থাকেন ইয়াসমিন বেগম। একই বাসার ৬ তলায় ভাড়া থাকেন রুহুল কুদ্দুস বাবু ও তার আত্মীয় পরান। পরান দীর্ঘদিন ধরে ইয়াসমিনকে উত্ত্যক্ত করে আসছিল। এ নিয়ে দ্বন্দ্বের জেরে দুই-তিন বছর আগে পরানকে বাসা থেকে বের করে দেন বাবু। এরপরও পরান বিভিন্ন সময় ইয়াসমিন বেগমকে উত্ত্যক্ত করতেই থাকেন।

রবিবার সন্ধ্যায় পরান বাবুর বাসায় আসলে ব্যাপারটি নিয়ে তাদের মধ্যে কথাকাটি হয়। একপর্যায়ে পরান চাপাতি দিয়ে বাবুকে এলোপাড়াড়ি কোপাতে থাকে। এ সময় ইয়াসমিন ও তার মেয়ে মেহরিন ছুটে আসলে তাদেরকেও কুপিয়ে পালিয়ে যায় অভিযুক্ত পরান। পরে তিনজনকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত পরান।

ঢামেকের চিকিৎসকরা জানান, আহত বাবুর অবস্থা আশঙ্কাজনক।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পরিদর্শক মো. বাচ্চু মিয়া সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, হামলার ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেব্রুয়ারি ১৫, ২০২১

মন্তব্য করুন: