• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

বাংলাদেশ

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে গৌরীপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ০৬:০৯, ৮ মার্চ ২০২১

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে গৌরীপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজলা পরিষদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

রবিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা পরিষদ চেয়াম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ, উপজেলা মুক্তিযাদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুর রহিম ও ডেপুটি কমান্ডার মো. নাজিম উদ্দিনের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়।

এতে অংশগ্রহণ করেন, সহকারি কমিশনার (ভূমি) মো. আবিদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাবেয়া ইসলাম ডলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুল মান্নান, উপজেলা মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজর কমল রায়, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান খান, কলিম উদ্দিন, মুজিবুর রহমান, নুরুল হক, প্রদীপ সরকার প্রমুখ। 

এছাড়া, ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনাসভার আয়োজন করা হয়।

রবিবার (৭ মার্চ) বিকেলে উপজেলা মুক্তিযাদ্ধা কমপ্লেক্সে এই সমাবেশ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের প্রশাসক ও ইউএনও হাসান মারুফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, বীর মুক্তিযাদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, সাবেক পৌর মেয়র শফিকুল ইসলাম হবি, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, তোফাজ্জল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আবুল ফজল মুহম্মদ হীরা, পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসার প্রমুখ।

মার্চ ৮, ২০২১

মন্তব্য করুন: