• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

অপরাধ

নান্দাইলে জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ, সংঘর্ষের আশংকা

উপজেলা প্রতিনিধি

 প্রকাশিত: ১৫:১২, ২২ মার্চ ২০২১

নান্দাইলে জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ, সংঘর্ষের আশংকা

নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহের নান্দাইলের চরশ্রীরামপুর গ্রামে আব্দুল হামিদের স্ত্রী ও তার ছেলের ১৫ শতক জমি একই গ্রামের প্রতিপক্ষ দখল করে ঘর নির্মাণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর আগে ওই জমিতে লাগানো কয়েকটি গাছের চারা কেটে ফেলেছে প্রতিপক্ষের  লোকজন। এ নিয়ে গ্রামে সংঘর্ষের আশংকা করা হচ্ছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, আব্দুল হামিদের সাথে প্রতিবেশী মৃত আ. রহমানের ছেলেদের জমি সংক্রান্ত বিষয়াদি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত ১৪ মার্চ প্রতিপক্ষ দুলালের নেতৃত্বে লোকজন আব্দুল হামিদের স্ত্রী ও সন্তানের নামে কেনা জায়গায় জোরপূর্বক ঘর নির্মাণ করে এবং ৪টি মেহগনি চারা গাছ কেটে নিয়ে যায়। 

আব্দুল হামিদ ও তার ছেলে মো.রুবেল মিয়া বলেন, প্রতিপক্ষের লোকজন আমাদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনসহ জোরপূর্বক জমি দখলের হুমকি দিয়ে আসছিলো। তারা আমাদের কেনা জমিতে ঘর তুলেছে। প্রতিবেশী দুলালের নেতৃত্বে সিরাজুল ইসলাম (৪৫), ইব্রাহীম (৫৫), নজরুল (৩৫), সুমন (২৫) এবং আলমগীর (২০) গত ১৪ মার্চ ভোরে জোরপূর্বক টিনের চালা তুলে এবং ৪টি মেহগনি গাছ কেটে নিয়ে যায়।

রুবেল মিয়া আরও  জানান, প্রতিবেশী মৃত আ. রহমানের স্ত্রী জমিলা খাতুনের কাছ থেকে ২০০১ সালে সাড়ে ১৫ শতক জমি আমার মা হাসিনা বেগম এবং আমার নামে রেজিষ্ট্রি কাওলামূলে কেনা হয়। তারপরও বিগত ১ বছর আগে আ. রহমানের চার ছেলে আমাদের কাছে  এক লাখ টাকা দাবি করে। নয়তো কেনা জমি দখলে নেওয়ার হুমকি দেয়।

এ বিষয়ে দুলাল মিয়ার সাথে কথা বললে তিনি বলেন, জানামতে আমার বৃদ্ধ ও মানসিকভাবে অসুস্থ মা হাসিনা বেগম জমি বিক্রি করেননি। দুলাল মিয়ার ভাই বৌ (ইব্রাহিমের স্ত্রী) মাজেদা খাতুন জানান, জমির দলিল দেখতে চাইলে ওই পক্ষ দেখায়নি। ফলে ওই জমিতে ঘর তুলে আমরা দখলের চেষ্টা করেছি।

উপজেলার ১৩নং চরবেতাগৈর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন জানান, এ নিয়ে একটি সালিশ হবে চলতি সপ্তাহেই।  আপাতত দুইপক্ষকে অপ্রীতিকর কিছু না করতে বলেছি। 

মার্চ ২২, ২০২১

মন্তব্য করুন: