• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২০, ২০২৪

সাহিত্য-সংস্কৃতি

করোনা কেড়ে নিলো বাংলা সাহিত্যের নক্ষত্র কবি শঙ্খ ঘোষের প্রাণ

সময়বিডি ডেস্ক

 প্রকাশিত: ০৭:৩৯, ২১ এপ্রিল ২০২১

করোনা কেড়ে নিলো বাংলা সাহিত্যের নক্ষত্র কবি শঙ্খ ঘোষের প্রাণ

করোনা আক্রান্ত হয়েছিলেন কয়েকদিন আগেই। বিভিন্ন বার্ধক্যজনিত সমস্যাতেও ভুগছিলেন তিনি। শেষ পর্যন্ত বুধবার (২১ এপ্রিল) সকালে ৮৯ বছর বয়সে নিজের বাড়িতেই প্রয়াত হলেন কবি শঙ্খ ঘোষ।

কোভিড সংক্রমণ ধরা পরার পর ঝুঁকি না নিয়ে বাড়িতেই রাখা হয়েছিল তাঁকে। যদিও সেই সময় তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছিল।

কবির পরিবার সূত্রে হিন্দুস্তান টাইমস জানায়, গত বুধবার (১৪ এপ্রিল) শঙ্খ ঘোষের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। এরপর বাড়িতেই তাঁর চিকিৎসা চলতে থাকে। তবে জীবনানন্দ পরবর্তী পঞ্চপাণ্ডবের শেষ সৈনিকও করোনার শিকার হয়ে বিদায় জানালেন বাংলা সাহিত্য জগতকে।

চলতি বছরের জানুয়ারিতে শ্বাসনালির সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

শক্তি-সুনীল-শঙ্খ-উৎপল-বিনয়, জীবনানন্দ পরবর্তী বাংলা কবিতার এই পঞ্চপাণ্ডবের বাকি চার জন চলে গিয়েছিলেন আগেই।আজ চলে গেলেন শঙ্খ ঘোষ।

শঙ্খ ঘোষের প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। যাদবপুর, দিল্লি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে অধ্যাপনাও করেছেন। বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থটির জন্য তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। ২০১৬ সারে লাভ করেন ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান, জ্ঞানপীঠ পুরস্কার। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, উর্বশীর হাসি, ওকাম্পোর রবীন্দ্রনাথ ইত্যাদি।

শঙ্খ ঘোষের বাবা মনীন্দ্রকুমার ঘোষ এবং মা অমলা ঘোষ। তিনি বাংলাদেশের চাঁদপুরে জেলায় ১৯৩২ সালের ৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।তার পৈত্রিক বাড়ি বরিশাল জেলার বানারিপাড়া গ্রামে। শঙ্খ ঘোষ বড় হয়েছেন পাবনায়। বাবার কর্মস্থল হওয়ায় তিনি বেশ কয়েক বছর পাবনায় অবস্থান করেন এবং সেখানকার চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন। ১৯৫১ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় কলা বিভাগে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

তিনি বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়সহ বহু শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে অবসর নেন। ১৯৬০ সালে মার্কিন যুক্তরাস্ট্রে আইওয়া রাইটার্স ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়, শিমলাতে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব আডভান্স স্টাডিজ এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেছেন।

এপ্রিল ২১, ২০২১

মন্তব্য করুন: