• ঢাকা

  •  শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বাংলাদেশ

সংসদ সদস্য অসীম উকিল ও তার সহধর্মিনীর প্রতি অন্যরকম ভালোবাসা

শাহ্ আলম ভূঁইয়া, বিশেষ প্রতিনিধি

 প্রকাশিত: ১২:০৬, ২১ এপ্রিল ২০২১

সংসদ সদস্য অসীম উকিল ও তার সহধর্মিনীর প্রতি অন্যরকম ভালোবাসা

শাহ্ আলম ভূঁইয়া, বিশেষ প্রতিনিধি: কেন্দুয়া (নেত্রকোণা): দলীয় নেতার প্রতি অন্যরকম ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করলেন কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামের বাসিন্দা রুবেল খান পাভেল।

নেত্রকোণার-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ও তার সহধর্মিনী যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা অপু উকিল সম্প্রতি করোনাভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এই পরিস্থিতিতে তাদের রোগমুক্তি কামনায় কেন্দুয়া-আটপাড়াসহ সারাদেশে দোয়ামাহফিল, পুজা-অর্চনা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাট্টা গ্রামের রুবেল খান পাভেলের তার প্রিয় নেতার প্রতি ভালোবাসাটা একটু ভিন্ন। তিনি নেতা অসীম কুমার উকিল ও তার সহধর্মিনী অপু উকিল দ্রুত সুস্থ হয়ে উঠলে দুইটি পশু সদকা হিসেবে দুইজন গরীব মানুষকে দান করবেন বলে মানত করেন।

বর্তমানে সাংসদ অসীম কুমার উকিল ও তার সহধর্মিনী অপু উকিলের করোনা থেকে সুস্থ  হয়ে  হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

বুধবার (২১ এপ্রিল) দুপুরে এই আনন্দে রুবেল খান পাভেল মানতের দুইটি পশু (ছাগল) সদকা হিসেবে স্থানীয় জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুইজন অতি দরিদ্র মানুষের হাতে তুলে দেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর ভূইয়া, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সিদ্দীকুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুখ ছানা, সদস্য আব্দুর রাজ্জাক খোকন, কান্দিউড়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাপস ব্যানার্জী, আওয়ামী লীগ নেতা হুসাইন আহমেদ কামরুল, সেচ্ছাসেবক লীগ নেতা পলাশ খান, যুবলীগ নেতা কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

জানতে চাইলে রুবেল খান পাভেল সাংবাদিকদের জানান, জনগণের সেবা করতে গিয়ে আমাদের প্রিয় এমপি অসীম কুমার উকিল এবং  তার সহধর্মিনী অধ্যাপিকা অপু উকিল করোনাভাইরাসে আক্রান্ত হন। তাদের রোগমুক্তির  জন্যে আমি আমার সাধ্যমতো মহান আল্লাহ তাআলার নামে দান করেছি। আমি তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

এপ্রিল ২১, ২০২১

মন্তব্য করুন: