• ঢাকা

  •  বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

বাংলাদেশ

কতো বয়স হলে বয়স্কভাতার কার্ড মিলবে ৯৩ বছর বয়সি ছালেহার?

শাহ্ আলম ভূঁইয়া, বিশেষ প্রতিনিধি

 প্রকাশিত: ১৫:৫২, ২৫ এপ্রিল ২০২১

কতো বয়স হলে বয়স্কভাতার কার্ড মিলবে ৯৩ বছর বয়সি ছালেহার?

নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহের নান্দাইলের ছালেহা খাতুনের বয়স ৯৩। তার স্বামী মফিজ মিয়া মারা গেছেন ৬৫ বছর আগে। তার কোনো সুহৃদ নেই যে, তাকে একটি বয়স্কভাতার কার্ড জুটিয়ে দেবে। আর জনপ্রতিনিধি, তারা তো চোখে দেখে না সুবিধা ছাড়া!

অশীতিপর এই বৃদ্ধার বাড়ি নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের শিবনগর গ্রামে। বাড়ি বলতে ভিটেটুকুই সম্বল।

বৃদ্ধা ছালেহা খাতুনের আক্ষেপ, মরার আগে কি আমার কপালে সরকারি ভাতার একটা কার্ড মিলবে না?  আর কতো বয়স হলে দিবে বয়স্কভাতার কার্ড। বিধবা হইছি তো সেই অনেকদিন আগে।

প্রতিবেশীরা জানান, অভাব অনটন আর কষ্টে জীবনযাপন করছেন এই বৃদ্ধা। একসময় অন্যের বাড়িতে কাজ করে কোনোরকম দিনাতিপাত করতেন। এখন বার্ধক্যে উপনীত হওয়ায় কাজ করবে কিভাবে। নিজের চলতেই তো আরেকজনের সাহায্যের প্রয়োজন। রোগবালাই তো লেগেই আছে।

জানা যায়, ছালেহা খাতুনের ২ মেয়ে ও ২ ছেলে। মেয়েদের  বিয়ে হযেছে। আর দুই ছেলে কায়িক শ্রমিক। সাধ্যমতো মাকে দেখাশোনা করেন।

ছালেহা খাতুনের ছেলে মাসুদ মিয়া জানান, মায়ের একটি বয়স্কভাতার কার্ডের জন্যে মেম্বারের কাছে অনেকবার গিয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি। সরকারি কোনো সুযোগ সুবিধা আমার মা পায়নি।

স্থানীয় ইউপি সদস্য মো. এমদাদুল হক জানান, আমি সালেহা খাতুনকে বিধবা ভাতার কার্ড করে দিতে চেয়েছি। কিন্তু তার ছেলে মাসুদ তা নিতে চাননি।

নান্দাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.ইনসান আলী বলেন, এই বৃদ্ধা বয়স্ক বা  বিধবা ভাতা পাওয়ার জন্য উপযুক্ত। তাকে  অফিসে যোগাযোগ করতে বলেন, যাতে তিনি ভাতা পান সে ব্যবস্থা করে দিবো।

এপ্রিল ২৫, ২০২১

মন্তব্য করুন: