• ঢাকা

  •  বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

প্রবাসের কথা

মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতি ফ্রান্সের মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ

জামান সরকার, ফিনল্যান্ড থেকে

 প্রকাশিত: ০৫:৩২, ৫ মে ২০২১

মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতি ফ্রান্সের মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ

জামান সরকার: সময়ের স্রোতে এখনো নিয়ন্ত্রণের বাহিরে বিশ্বব্যাপী মহামারি রূপ নেওয়া করোনাভাইরাস।এর ফলে আমাদের দেশের খেটে খাওয়া দিনমজুর, অসহায় মানুষের কষ্টের সীমা নেই। তাই দেশের অনেক সামাজিক সংগঠনে ও রাজনৈতিক ও মহৎ ব্যক্তিরা এগিয়ে এসেছে।

একই ধারাবাহিকতায় মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশন (ফ্রান্স) কতৃক (বাংলাদেশে) মুন্সিগঞ্জ বিক্রমপুর জেলায় এই দুর্যোগময় পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়েছে। 

সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ইকবাল হাওলাদার রিপন, সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক টি এম রেজা এবং সংগঠনিক সম্পাদক শেখ চঞ্চল এর উদ্যোগে এবং বিশিষ্ট মানবধিকার কর্মী, ও সমাজসেবিকা মমতাজ আলোর সহযোগিতা ও সমন্বয়ে সংগঠনের পক্ষ থেকে দুই শতাধিক অসহায় ও এতিম পরিবারের মাঝে ঈদ উপলক্ষে উপহারস্বরূপ নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

এই মানবতার কাজে এগিয়ে আসার জন্য এলাকাবাসি মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশন ফ্রান্স এর উত্তরোত্তর সাফল্য কামনা করে নেতৃবৃন্দকে সাধুবাদ জানান।

মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশন ফ্রান্সের পক্ষ থেকে সংগঠনের সভাপতি ইকবাল হাওলাদার রিপন বলেন, মুন্সিগঞ্জ-বিক্রমপুর এলাকার অসহায় গরীব মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করতে পেরে আমরা অনেক আনন্দিত। তারা যেনো ঈদের দিন খুশি থাকে তার জন্য আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা সব সময় অসহায় গরীব মানুষের পাশে আছি এবং সারাজীবন থাকবো।

মে ৫, ২০২১

মন্তব্য করুন: