• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২০, ২০২৪

বাংলাদেশ

নান্দাইলে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

শাহ্ আলম ভূঁইয়া, বিশেষ প্রতিনিধি

 প্রকাশিত: ১৬:০০, ১৭ মে ২০২১

নান্দাইলে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহের নান্দাইলে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোলন চৌহান (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ মে) সকালে পৌর শহরের ভূমি অফিস সংলগ্ন চারআনি পাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। 

দোলন চারআনি পাড়া মহল্লার বাসিন্দা। তিনি স্থানীয় ভূমি অফিসে আউটসোর্সিংয়ে অফিস সহকারী হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, সকাল ৯ টার দিকে দোলন চৌহান নির্মাণাধীন মার্কেটের টিনের চালে উঠে আম পাড়তে যান। এ সময় কাছ দিয়ে যাওয়া একটি বৈদ্যুতিক খোলা তারের জড়িয়ে যান দৌলন চৌহান। পরে তাকে উদ্ধার করে স্থানীয়  হাসপাতালে নিযে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার হযেছে।

মে ১৭, ২০২১

মন্তব্য করুন: