• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

বাংলাদেশ

গৌরীপুরে গুজিখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘর নির্মাণ কাজ শুরু

গৌরীপুর প্রতিনিধি

 প্রকাশিত: ১৩:০১, ৯ জুন ২০২১

গৌরীপুরে গুজিখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘর নির্মাণ কাজ শুরু

দিলীপ কুমার দাস, গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরে গুজিখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী ঘর নির্মাণ কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার (৮ জুন) দুপুরে উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ নির্মাণ কাজ শুরু করা হয়।

স্কুলের প্রধান শিক্ষক জাহানারা বেগম জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ‘এডুকেশন ইমার্জেন্সি’ খাত প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী পিইডিপি-৪ এর আওতায় ৩ লাখ টাকা বরাদ্দে স্কুলের অস্থায়ী একটি সেমিপাকা শ্রেণিকক্ষ নির্মাণ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোজাহিদুল ইসলাম, স্কুলের এসএমসি সভাপতি মোঃ আক্কাছ আলী, স্কুলের প্রধান শিক্ষক জাহানারা বেগম, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, সাংবাদিক আরিফ আহম্মেদ, অপূর্ব শিল্পী গোষ্ঠীর পরিচালক আব্দুল হান্নান জনি প্রমুখ।

জুন ৯, ২০২১

মন্তব্য করুন: