• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বাংলাদেশ

গৌরীপুরে লকডাউনের প্রথমদিনে মাঠে ইউএনও, এসিল্যান্ড ও ওসি

দিলীপ কুমার দাস, গৌরীপুর প্রতিনিধি

 প্রকাশিত: ১৫:৫৩, ১ জুলাই ২০২১

গৌরীপুরে লকডাউনের প্রথমদিনে মাঠে ইউএনও, এসিল্যান্ড ও ওসি

গৌরীপুর (ময়মনসিংহ): গৌরীপুরে করোনা মহামারি প্রতিরোধে কঠোরভাবে মাঠে নেমেছেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, সহকারি কমিশনার (ভূমি) আবিদুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম সিদ্দিকী।

বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে পৌর শহরের হাট-বাজারসহ বিভিন্ন পয়েন্টের দোকানপাট ছিল বন্ধ। রাস্তাঘাটগুলো অনেকাংশে ফাঁকা। মাঠে টহল দেয় সেনা সদস্যরা।

গৌরীপুর পৌরশহর হতে বালুয়াপাড়া মোড় হয়ে ৩নং অচিন্তপুরের শাহগঞ্জ বাজার পর্যন্ত রাস্তায় যাত্রী বহনকারী ১০/১৫টি ব্যাটারিচালিত অটোরিকশা স্বাস্থ্যবিধি না মানার কারণে এবং আইন অমান্য করায় গাড়ির যাত্রী নামিয়ে কঠোর দিকনির্দেশনা দিয়ে ফেরত পাঠানো হয়।

কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা গর্ভবতী নারী ও হার্টের রোগী কাগজপত্র প্রদর্শন করায় তাদের  ছেড়ে দেওয়া হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

লকডাউনের আইন অমান্য করায় তিনি ৫ জনকে সর্বমোট ৬ হাজার ৭০০ টাকা জরিমানা করেন। তন্মধ্যে গৌরীপুরের আব্দুল মান্নানকে ৫ হাজার টাকা, কলতাপাড়া বাজারের লুৎফর রহমানকে ১ হাজার টাকা ও মেহেদী হাসানকে ৫০০ টাকা এবং গাগলার মোড়ের শহিদুলকে ২০০ টাকা।

অপরদিকে শাহাগঞ্জ বাজারে প্রত্যাশা কোচিং সেন্টার খোলা রাখায় এটিতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে।

জুলাই ১, ২০২১

মন্তব্য করুন: