• ঢাকা

  •  শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বাংলাদেশ

করোনা আক্রান্ত হয়ে অধ্যাপক মুহাম্মদ আরশাদ আলীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি

 প্রকাশিত: ০৬:১২, ২১ জুলাই ২০২১

করোনা আক্রান্ত হয়ে অধ্যাপক মুহাম্মদ আরশাদ আলীর মৃত্যু

গৌরীপুর (ময়মনসিংহ): করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ময়য়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক মুহাম্মদ আরশাদ আলী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৭টা ৩৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

মরহুমের জানাযার নামাজ বিকাল ৫টা ৩০মিনিটে গৌরীপুর সরকারি কলেজ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় আত্মীয়-স্বজন, ছাত্র, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য গুণগ্রাহী জানাযায় শরীক হয়। পরে রাত ১১টায় কলেজ রোডে নিজ বাসার পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
 
পারিবারিক সূ্ত্রে জানা গেছে, তিনি করোনা আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ৪নং মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান ও শাহগঞ্জ শহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নূর মোহাম্মদ কালন ও গৌরীপুর পৌরসভার সাবেক মেয়র মো. শফিকুল ইসলাম হবি। 

সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ শোক বার্তায় মরহুমের শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে ও উপস্থিত সকলের কাছে পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

জুলাই ২১, ২০২১

মন্তব্য করুন: