• ঢাকা

  •  বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

বাংলাদেশ

ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৫

ত্রিশাল প্রতিনিধি

 প্রকাশিত: ০৩:১১, ১৫ আগস্ট ২০২১

ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৫

ত্রিশাল (ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশালে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা সিমেন্টবোঝাই একটি ট্রাকের পেছনে ইমাম পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

শনিবার (১৪ আগস্ট) উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বৈলর বড়পুকুর পাড় এলাকায় ঢাকা থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়া হলে আরও দুইজনের মৃত্যু হয়।

বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন ও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন চিকিৎসাধীন আছেন। ৪ জনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, শনিবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে ত্রিশাল উপজেলার বৈলর বড়পুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, সিমেন্টভর্তি একটি ট্রাক ওই এলাকায় বিকল হয়ে দুপুর থেকেই দাঁড়িয়ে ছিল। শনিবার রাত ৮টার দিকে ঢাকা থেকে ময়মনসিংহের হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস গতি নিয়ন্ত্রণ করতে না পেরে ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

ওসি বলেন, এ সময় ঘটনাস্থলেই মারা যায় তিনজন এবং কমপক্ষে ২০ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হলে মমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও দুজন। তবে তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে মমেক হাসপাতাল ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, আহত ১৭ জনকে হাসপাতালে আনার পর আরও দু’জন মারা গেছেন।

ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার হেলিম মিয়া বলেন, নিহতদের পরিচয় শনাক্তে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করেছে।

এক প্রত্যক্ষদর্শী সুলতাম মিয়া বলেন, বাসের গেট বন্ধ থাকায় কেউ বের হতে পারছিলেন না। এ সময় বাসের ভেতরে থাকা যাত্রীরা হুড়োহুড়ি করছিলেন বের হওয়ার জন্য। পরে আমরা জানালার গ্লাস ও রড ভেঙে একজনকে ভেতরে ঢোকাই। পরে প্রথমে নারীদের ও পরে একে একে সবাইকে বের করা হয়।

ওই বাসের যাত্রী কামরুল ইসলাম বলেন, চালক দ্রুতগতিতে গাড়িটি চালাচ্ছিলেন। এ ব্যাপারে তাকে কয়েকবার সর্তকও করা হয়েছিল, শোনেনি। শেষ পর্যন্ত দুর্ঘটনা ঘটলো।

আগস্ট ১৪, ২০২১

মন্তব্য করুন: