• ঢাকা

  •  শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

প্রবাসের কথা

ফিনল্যান্ডে করোনায় মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

জামান সরকার, ফিনল্যান্ড থেকে

 প্রকাশিত: ০৬:৫০, ১৫ আগস্ট ২০২১

ফিনল্যান্ডে করোনায় মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

হেলসিংকি: করোনাভাইরাস আক্রান্ত হয়ে স্ক্যান্ডিনেভিয়ার দেশ ফিনল্যান্ডে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা এক হাজার দুই জনে পৌঁছালো।

শনিবার (১৪ আগস্ট) ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৭৬৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ১৬ হাজার ৯৯৬ জনে।

ফিনল্যান্ডে কোথাও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে তেমন বিধিনিষেধ নেই। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় রাজধানীসহ দেশে হাসপাতালগুলোয় নেই কোন ভিড়।

করোনা রুখতে ১১ আগস্ট বুধবার থেকে ফিনল্যান্ডের স্কুল-কলেজগুলোতে ১২ থেকে ১৮ বছরের ছেলেমেয়েদের ইতোমধ্যে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছে।

এদিকে দেশটিতে ১৮ বছরের উপরে বাসিন্দাদের ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া শেষ পর্যায়ে এবং আগামী মাসের মধ্যে দ্বিতীয় ডোজের টিকা দেওয়াও সম্পন্ন হবে।

কভিড-১৯ পরীক্ষা করাতে বা ভ্যাকসিন দেওয়ার জন্য নির্মিত অস্থায়ী ক্যাম্পগুলি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। সব মিলিয়ে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক।

ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ফিনল্যান্ডে করোনাভাইরাসে সংক্রমিত ও মৃতের সংখ্যা নিয়ন্ত্রণে আছে বলে মনে করছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী হান্না সারকিনেন।

উল্লেখ্য ৫৫ লাখ ৪৪ হাজার ৭৯৪ জন জনসংখ্যা অধ্যুষিত দেশটির আয়োতন ৩ লাখ ৩৮ হাজার ৪৪০ বর্গকিলোমিটার।

আগস্ট ১৫, ২০২১

মন্তব্য করুন: