• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২০, ২০২৪

ভিনদেশ

হাইতিতে ৭.২ মাত্রার ভূমিকম্পে ৩০৪ জন নিহত

সময়বিডি ডেস্ক

 প্রকাশিত: ০৭:৫০, ১৫ আগস্ট ২০২১

হাইতিতে ৭.২ মাত্রার ভূমিকম্পে ৩০৪ জন নিহত

দক্ষিণ-পশ্চিম হাইতিতে ৭.২ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ৩০৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার ৮০০ জনের বেশি। ভূমিকম্পে ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির বহু গির্জা, হোটেল ও ঘরবাড়ি।

শনিবার  সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলনে দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান জেরি চ্যান্ডলার বলেন, 'প্রাথমিকভাবে ২৯ জনসহ ৩০৪ জন নিহত হয়েছেন এবং কমপক্ষে ১ হাজার 8০০ জন আহত হয়েছেন।'

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ জানিয়েছে,  হাইতির সেন্ট লুইস দু সুদ শহরের ১২ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি। এ জায়গাটি রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে ১২৫ কিলোমিটার পশ্চিমে। পোর্ট-অ-প্রিন্সেও কম্পন অনুভূত হয়েছে। প্রতিবেশী দেশগুলোতেও ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের ফলে ব্যাপক ক্ষতি হয়েছে জানিয়ে এক মাসের জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি।

আগস্ট ১৫, ২০২১

মন্তব্য করুন: