• ঢাকা

  •  শনিবার, মে ১১, ২০২৪

বাংলাদেশ

বাসে হেলান দিয়ে টাকা গুনছিলেন ভিক্ষুক, চালু হতেই চাপাপড়ে মৃত্যু

নিজস্ব প্রতিনিধি

 প্রকাশিত: ১০:২০, ১৬ আগস্ট ২০২১

বাসে হেলান দিয়ে টাকা গুনছিলেন ভিক্ষুক, চালু হতেই চাপাপড়ে মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাটে বাসচাপায় ফজলুল হক সরকার (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। 

রবিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার শহীদ স্মৃতি সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলুল হক সরকার উপজেলার ধুরাইল ইউনিয়নের কাওলারা গ্রামের মৃত ওয়াজেদ আলী সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে ইমাম ট্রেইলওয়েজ নামের একটি বাসের পেছনে হেলান দিয়ে দাঁড়িয়ে টাকা গুনছিলেন ওই বৃদ্ধ। এ সময় হেলপার বাসটি চালু করে অন্যত্র সরাতে পেছনের দিকে নিয়ে গাড়ি ঘুরাতে চাইলে তিনি বাসের নিচে চাপাপড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও হেলপার পালিয়ে গেছেন। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আগস্ট ১৬, ২০২১

মন্তব্য করুন: