• ঢাকা

  •  বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

সাহিত্য-সংস্কৃতি

ছোট গল্প

প্রত্যাশা ǁ জান্নাতুল ফেরদৌস বৃষ্টি

 আপডেট: ০৭:১৯, ৫ জুলাই ২০২২

প্রত্যাশা ǁ জান্নাতুল ফেরদৌস বৃষ্টি

মৃত্যুর পরে মানুষ নাকি আকাশের তারা হয়ে যায়। এটি যদি কথার কথাও হয় কম জায়গায় কথাটি শুনিনি। হয়তো বিশ্বাস করতে চাইনি বলে অনেক জায়গায় কথাটা শুনলেও কথাটিকে খুব একটা গুরত্ব বা পাত্তা দেইনি। বৈজ্ঞানিক মতে কথাটা অবিশ্বাস্য হলেও মনটা যদি কখনো হঠাৎ বিশ্বাস করে ফেলে, আমাদের মাঝে কেউ না থাকলে সে বুঝি সত্যিই দূর আকাশের তারা হয়ে যায় তখন কি হবে? এই ভেবে কোনোদিন তোমাকে তারা বলে কল্পনা করিনি। যদি কখনো দুর্বল হয়ে পরি!

প্রতিদিন আমি আকাশের দিকে তাকাই। শুধু ভালোলাগা ছাড়া আর কোনো কারণকে আমি গুরত্ব দেই না। খুঁটিয়ে দেখতে গেলে আমার ভেতরের শূণ্যতাটা যদি তার মতোই বিশাল হয়ে ওঠে! তোমার সাথে থাকা প্রায় সব স্মৃতিই আমি ভূলে গেছি। তখন তো খুব ছোট ছিলাম তাই। কিন্তু এই এতো বছরেও ভুলতে পারিনি। চেষ্টা যে করিনি তা নয়। বার বার চেষ্টা করেছি। আর সেটাও হয়তো আমার ভূল ছিল।

আজ আর আমি তোমাকে ভূলতে চাই না। তোমাকে মনে পরলে আজ কাল আমি আর দুর্বল হয়ে যাই না। আজ আমি তোমার অস্তিত্বকে অনুভব করতে চাই আমার শিরায় শিরায়।

আমি জানি, আমি যেমন তোমাকে ভালবাসতাম; তুমি হয়তো তার চেয়ে শতগুন বেশি ভালবাসতে আমাকে। স্নেহ করতে। আজ আমি আকাশের দিকে তাকিয়ে তোমার সাথে কখা বলতে চাই। শুধু আজই নয়, অন্য সব সময়ই। যখন আমার মন খারাপ থাকে, যখন মন ভাল থাকে তখনও। সবকিছু আমি তোমাকে জানাতে চাই। তোমাকে আমার ভেতরের সত্ত্বা বানাতে চাই। যদিও তোমার মুখটা আমার মনে নেই। আমি তোমাকে খুব বেশি মনে করতে চাই ও না। ইচ্ছাশক্তি প্রবল হলে তোমার সাথে আমার যোগাযোগের ব্যাঘাত ঘটবেনা নিশ্চয়ই।

আমি রাতের আকাশে তাকিয়ে তোমাকে দেখতে চাই। শুনেছি তোমাকে সবাই চাঁদ বলে ডাকতো। চাঁদেও অমাবস্যা লাগে। তুমি তো সব অন্ধকারের ধরা ছোয়ার বাইরে।

শুকতারা হয়ে নিশ্চয়ই তুমি আমাকে দেখা দেবে। কাউকে না বলা হাজারো কথা তোমায় বলবো। তুমি সব মুখ বুঁজে শুনবে। আমাকে শান্তনা দেওয়ার দরকার নেই, শুধু শুনবে।
তোমার চোখ দুটো যখন ঝাঁপসা হয়ে আসবে তখন একটু দমকা হাওয়া আমার গায়ে লাগিয়ে দিও। সে হাওয়া হয়তো আমাকে কিছুটা কাঁপিয়ে দেবে। এতেই যে আমার সান্তনা। এর বেশি আমি আর কিছু চাই ও না। আমি যতদিন থাকবো তোমাকেও আমার সঙ্গেই বাঁচিয়ে রাখবো, এ আমার প্রত্যাশা। তুমিই আমার সব কাজের অনুপ্রেরণা যোগাবে আমার প্রাণশক্তি হয়ে।

[লেখিকা- শিক্ষার্থী-ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ও “নীড়ের সন্ধানে” গ্রন্থ রচয়িতা।]

মন্তব্য করুন: