• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ভিনদেশ

লকডাউনে দেখা মিললো বিরল কালো চিতার

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ১৫:২৯, ৭ মে ২০২০

লকডাউনে দেখা মিললো বিরল কালো চিতার

বিশ্বজুড়ে কার্যত লকডাউন চলায় পৃথিবীর বুকে বছরের পর বছর ধরে জমা ক্ষত ফের আগের অবস্থায় ফিরতে শুরু করেছে। প্রকৃতি ফিরছে নিজের রূপে। বাতাসের দুষণ কমে গেছে। এমনকী ভূকম্পন পর্যন্ত কমে গেছে।

এমন অবস্থায় বণ্যপ্রাণিরাও শাসনহীন থাকায় অবাধে ঘুরে বেড়াচ্ছে যত্রতত্র। এমনই এক ঘটনার সাক্ষী থাকলো ভারতের গোয়ায়। সেখানে গতকাল বুধবার একটি ব্ল্যাক প্যান্থার (কালো চিতা) ধরা পড়লো এক বন কর্মকর্তার ক্যামেরায়।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত তার ট্যুইটারে এই ব্ল্যাক প্যান্থারের ছবিটি শেয়ার করেছেন। ছবিটি শেয়ার করে তিনি জানান, ছবিটি তোলা হয়েছে দক্ষিণ গোয়ার নেত্রবালী অভয়ারণ্য থেকে। সেখানেই দেখা গিয়েছে এই প্রাণীটিকে।

এক বর্ষীয়ান বন কর্মকর্তা জানান, ‘এই বনে আরও ব্ল্যাক প্যান্থার রয়েছে কি-না তা জানার চেষ্টা করছি আমরা।'

তিনি জানান, ওই অরণ্যে বাঘ থাকলেও ব্ল্যাক প্যান্থারের ক্যামেরাবন্দি হওয়ার ঘটনা অত্যন্ত আনন্দজনক।

ব্ল্যাক প্যান্থারের ছবিটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। বহু নেটিজেনই নানা মন্তব্য করেছেন ছবিটি দেখে। 

মে ৭, ২০২০

মন্তব্য করুন: