• ঢাকা

  •  শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

সাহিত্য-সংস্কৃতি

আমরা দেখতে থাকি ǁ আহমেদ কায়েস

আহমেদ কায়েস

 প্রকাশিত: ১০:০৬, ১০ জুলাই ২০২০

আমরা দেখতে থাকি ǁ আহমেদ কায়েস

ঝড়ে ভাঙ্গা পার ভাঙ্গা মানুষগুলো দিগ্বিদিক জ্ঞানশূন্য ছুটতে থাকে,
ছুটতে থাকে খাবারের খোঁজে, ঘরের ভাঙ্গা খুঁটি জোড়া দিতে থাকে।
মিডিয়ার স্ত্রিনে আমরা দেখতে থাকি তাদের আহাজারি, ক্রন্দন, বেদনা,
সর্বহারা এই মানুষগুলো কখনো কি পেয়েছে সত্যিকারের সমবেদনা ?
আমরা দেখতে থাকি সিডর, আইলায় বিধ্বস্ত মানুষেরা এখনো সাহায্য চায়,
আমফানে যারা হারালো সব তারাও কি সেইরকমই রয়ে যাবে অসহায়?
ভিডিও ক্যামেরা নিয়ে যারা ছুটে যায় ত্রান হাতে সংগঠনের নাম কুড়াতে,
অথবা সরকারি সাহায্য হাতে নিয়ে মাঠে নামে ওদের অশ্রুকে পূজি করতে,
আমরা দেখতে থাকি সেই সমস্ত বেদনার্ত মানুষেরা কখনো পায়না ফিরে,
তাদের সাবলীল জীবন যেখানে তারা বেঁধেছিলো পরিচিত আপন সুখের ঘরে।
ঝড়ে ভাঙ্গা পার ভাঙ্গা মানুষগুলো যদি ফিরে যেতে পারতো আবার শেকড়ে,
তবে আর আমরা কি তাদের দেখতে পেতাম ন্যূনতম মজুরীর শ্রমিকের ভীড়ে?
তবে কি আমাদের কাজ দু'চোখ ভরে রঙিন পর্দায় শুধুই দেখতে থাকা 
সোনার বাংলাদেশে ছিন্নমূল আর পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়তে থাকা।

মন্তব্য করুন: