• ঢাকা

  •  বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

ফিচার

স্ট্রবেরি কুইক লজেন্সে মাদক

ফিচার ডেস্ক

 প্রকাশিত: ০৯:৩৩, ৫ অক্টোবর ২০১৭

স্ট্রবেরি কুইক লজেন্সে মাদক

আপনার সন্তান কি স্ট্রবেরি স্বাদের লজেন্স পছন্দ করে? যদি হয় তাহলে কিন্তু ভয়ানক বিপদের কথা। কারন, নানান রংয়ের এই লজেন্সেই মেশানো রয়েছে মারাত্মক মাদক। সম্প্রতি ভারতের দিল্লি ও মুম্বইয়ের পর কলকাতাতেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্কুল পড়ুয়াদের মধ্যে এই লজেন্স ব্যাপক জনপ্রিয়। স্বাদ স্ট্রবেরির মতো। কিছুক্ষণ মুখে রাখলেই ঝিমুনি আসে। তার পর হঠাৎ এনার্জি বেড়ে যায়, যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।

এই লজেন্সেই মেশানো থাকে মারাত্মক মাদক মিথামফেটামিন।

বিভিন্ন আকর্ষণীয় রঙে এগুলিকে তৈরি করে তার পর অসাধারণ প্যাকেজিংয়ের মাধ্যমে বাজারে আনা হয়। এতটাই আকর্ষণীয় এই লজেন্স যে, দেখলেই স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে কেনা এবং খাওয়ার জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। দামও খুব বেশি নয়। বিশ থেকে ত্রিশ টাকা প্যাকেট।

স্ট্রবেরি কুইক নামে এই লজেন্সগুলি মুখে দিলেই হাল্কা করে ফেটে যায়। তারপরে তার থেকে শুধু স্ট্রবেরির স্বাদই নয়, আলাদা আলাদা ভাবে পাওয়া যায় পিনাট বাটার, কোলা, চেরি এবং অরেঞ্জের স্বাদ। এর সঙ্গেই থাকে মাদক মিথামফেটামিন।

দীর্ঘদিন ধরে এই লজেন্স খেলে ব্রেইন, কিডনি, লিভারের ক্ষতি হতে পারে।

সুতরাং নজর দিন আপনার লজেন্স লাভার সন্তানের দিকে। #

মন্তব্য করুন: