• ঢাকা

  •  বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

ছুটির ফাঁকে

৩৫ হাজার ফুট উচ্চতায় ভেঙ্গে যায় ফ্লাইটের ইঞ্জিন

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ১০:১৭, ৫ অক্টোবর ২০১৭

৩৫ হাজার ফুট উচ্চতায় ভেঙ্গে যায় ফ্লাইটের ইঞ্জিন

বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো ফ্রান্সের পতাকাবাহী এয়ার ফ্রান্সের এ-৩৮০ সুপার জাম্বুর ৫২০ জন যাত্রী এবং ২০ জন ক্রু। ফ্লাইটটি (৩০ সেপ্টেম্বর) প্যারিস থেকে নিউ ইয়র্ক যাচ্ছিল।

এক যাত্রী প্যামেলা অ্যাডামস বলেন, ৩৫ হাজার ফুট ওপর দিয়ে নির্বিঘ্নেই উড়ছিল ফ্লাইট। হঠাৎ বিকট আওয়াজের সঙ্গে ঝাঁকুনি। থরথর করে কাঁপছিল ফ্লাইট। এর মধ্যেই এক বিমান সেবিকা এসে জানান, পাখির সঙ্গে বিমানের ধাক্কা লেগেছে তার জন্য এমনটা হয়েছে। কিন্তু এই উচ্চতায় যে কোনও পাখি উড়তে পারবে না তা বুঝেছিলেন অনেক যাত্রীই। বিমানের জানালা থেকে বাইরে তাকাতেই পরিষ্কার হলো বিষয়টি। বিমানের একটি ইঞ্জিনের অর্ধেকটা প্রায় নেই। সম্পূর্ণ বিকল।

তারপর পাইলট দক্ষতার সহিত কানাডার গুজ বে বিমানবন্দরে জরুরি অবতরণ করায় ফ্লাইটটি।

অক্টোবর ০৫, ২০১৭

মন্তব্য করুন: