• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

প্রবাসের কথা

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় ছাত্রদল অস্ট্রেলিয়া শাখার প্রতিবাদ

কায়াস মাহামুদ জনি

 প্রকাশিত: ১২:৫০, ১০ অক্টোবর ২০১৭

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় ছাত্রদল অস্ট্রেলিয়া শাখার প্রতিবাদ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অস্ট্রেলিয়া শাখা।

এক প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদল অস্ট্রেলিয়া শাখার সভাপতি কায়াস মাহামুদ জনি এই রায়ের বিরুদ্ধে নিন্দা ও  প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সভানেত্রী এবং জনগণের ভোটে বার বার নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রমান করে বর্তমান সরকার প্রতিহিংসামূলক রাজনীতিতে বিশ্বাস রাখে।

কায়াস আরো উল্লেখ করেন, বাংলাদেশের সাধারণ জনগণ এই রায় কোনো ভাবেই মেনে নিবে না। দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিশেষ কোনো মহল পিছন থেকে কলকাঠি নাড়ছে এটি অতি সহজেই প্রতীয়মান।

বিএনপি চেয়ারপারসনকে মানষিকভাবে চাপে রাখার জন্য এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

উল্লেখ্য, কুমিল্লার আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় একটি নৈশকোচে পেট্রোল বোমা হামলায় ৮ যাত্রী নিহত ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় সোমবার (৯ অক্টবর) দুপুরে জেলা ও দায়রা জজ বেগম জেসমিন আরা এ আদেশ দেন।

অক্টোবর ১০, ২০১৭

মন্তব্য করুন: