• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

প্রবাসের কথা

প্রধান বিচারপতিকে পদত্যাগ করাতেই অভিযোগের নাটক: সুইডেন বিএনপি

জাকির হোসেন, স্টকহোম থেকে

 প্রকাশিত: ০৭:৫৮, ১৭ অক্টোবর ২০১৭

প্রধান বিচারপতিকে পদত্যাগ করাতেই অভিযোগের নাটক: সুইডেন বিএনপি

স্টকহোম: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুইডেন শাখা সোমবার (১৬ই অক্টোবর) রাজধানী স্টোকহোমে এক প্রতিবাদ সভা করেছে।

সুইডেন বিএনপির সভাপতি এমদাদ হোসেন কচির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নাজমুল আবেদীন মোহনের পরিচালনায় এই প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দলের প্রধান উপদেষ্টা মহিউদ্দিন আহমেদ জিন্টু, মো: বাহার, মিজানুর রহমান, শাহানশাহ সোহেল, নাজমুল ভূঁইয়া, আফতাব জায়গীরদার ও মো: শিপার।

প্রতিবাদ সভায় চেয়ারপার্সনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুইডেন বিএনপির সভাপতি এমদাদ হোসেন কচি বলেন, জনরোষের ভয়ে অবৈধ সরকার পাগল হয়ে গেছে। তারা দিকবিদিক হারিয়ে একের পর এক হাস্যকর মামলায় দেশনেত্রীকে হয়রানির অভিপ্রায়ে মিথ্যা, বানোয়াট এবং আজগুবি মামলা দিচ্ছে।

সাধারন সম্পাদক নাজমুল আবেদীন মোহন বলেন, প্রধান বিচারপতিকে এখন চূড়ান্তভাবে পদত্যাগ করাতেই হঠাৎ করে তার বিরুদ্ধে অভিযোগের নাটক সাজানো হয়েছে। রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করেছেন অভিযোগ করে তিনি বলেন, রাষ্ট্রপতি যদি তার বিরুদ্ধে এতো অভিযোগ পেয়েই থাকেন, তিনি কেন সংবিধানের ৯৬ অনুচ্ছেদের প্রয়োগ করলেন না? নিয়ম হলো, প্রধান বিচারপতির বিরুদ্ধে কোন অভিযোগ উঠলে অভিযোগগুলো রাষ্ট্রপতি সুপ্রিমকোর্টের জুডিশিয়াল বিভাগে তদন্তের জন্য পাঠাবেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাকে অপসারণ করবেন। আর প্রমাণ না হলে তাকে স্বপদে বহাল রাখবেন।

প্রধান উপদেষ্টা মহিউদ্দিন আহমেদ জিন্টু বলেন, আওয়ামী লীগ দুর্নীতি করে ক্ষমতায় এসেছিল। তাই তারা গণতন্ত্রকে ভয় পায়। এই ভয়ের কারণেই তারা সংবিধানসহ আইন কাঠামো পর্যন্ত ধ্বংস করে দিয়েছে।

প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন সুইডেন বিএনপির যুগ্ম সম্পাদক জাকির হোসেন, মোহাম্মদ হারুন, শরিফ, সাংগঠনিক সম্পাদক ইমরান এমি, আজিম খান। মাকসুদুল হক আফতাবি, মজনু,  আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: কায়জার, সাইফুল মিথুন, আনোয়ার হেলাল উদ্দীন হেলু, আশরাফুল, সুইডেন যুবদলের সভাপতি মো: লিংকন, সাধারন সম্পাদক মো: খোকন, সুইডেন ছাত্রদলের সভাপতি নিক্সন, সাধারন সম্পাদক মাকসুদ প্রমূখ।

অক্টোবর ১৭, ২০১৭

মন্তব্য করুন: