• ঢাকা

  •  বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

ভিনদেশ

একটানা সাড়ে ৩ ঘণ্টা বক্তৃতা দিলেন শি চিন পিং

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ০৫:২৪, ১৯ অক্টোবর ২০১৭

একটানা সাড়ে ৩ ঘণ্টা বক্তৃতা দিলেন শি চিন পিং

প্রায় সাড়ে তিন ঘণ্টা বলে গেলেন তিনি। চীনের প্রেসিডেন্ট শি চিন পিং। অবশ্য থেমেছেন মাঝে-মধ্যে পাশে রাখা সাদা সিরামিক মগটায় একটু করে চুমুক দেওয়ার জন্য।

চিনা কমিউনিস্ট পার্টির ১৯তম কংগ্রেসে প্রেসিডেন্ট শি চিন পিং তিন ঘণ্টা তেইশ মিনিটের ম্যারাথন বক্তৃতা নিয়েই এখন গোটা বিশ্বের সংবাদমাধ্যম তোলপাড়।

বক্তৃতা শেষে মঞ্চের সামনে এসে দর্শকদের উদ্দেশ্যে মাথা ঝুঁকালেন, মধ্য বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপল’ তখন হাততালিতে ফেটে পড়েছে।

গোটা দেশের বিভিন্ন প্রদেশ থেকে পার্টির প্রায় ২ হাজার ৩০০ প্রতিনিধি উপস্থিত ছিলেন প্রেসিডেন্টের বক্তৃতা শুনতে। তাঁদেরই কেউ কেউ নোট নিয়েছেন, সরকারের কোনও অফিসার আবার তখন ব্যস্ত ছিলেন দেশের একমাত্র সোশ্যাল সাইট ‘উইবো’-তে প্রেসিডেন্টের বক্তৃতার গুরুত্বপূর্ণ অংশগুলো তুলে ধরতে। মঞ্চে তখন বসে প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াং জেমিন। ৯১ বছরের জেমিনের হাতে ধরা আতস কাচ। বক্তৃতার অংশ খুঁটিয়ে পড়ছেন তিনিও। তবে অত দীর্ঘ বক্তৃতার ফাঁকে ফাঁকে ধৈর্য হারিয়েছেন জেমিনও। স্যুটের হাতা তুলে মাঝে-মধ্যে ঘড়িও দেখেছেন তিনি।

প্রেসিডেন্টের বক্তৃতার অংশ, রাজনৈতিক নেতাদের ছবি দেখতে আর শেয়ার করতে হুড়মুড়িয়ে অনলাইনে ঢুকেছেন চিনের সাধারণ মানুষ।

অক্টোবর ১৯, ২০১৭

মন্তব্য করুন: