• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

বিনোদন

ষাঁড়ের গুঁতো! অল্পের জন্য বাঁচলেন হেমা মালিনি

বিনোদন ডেস্ক

 প্রকাশিত: ০৬:৩১, ৫ নভেম্বর ২০১৭

ষাঁড়ের গুঁতো! অল্পের জন্য বাঁচলেন হেমা মালিনি

কপালের জোড়ে ষাঁড়ের তাড়া থেকে প্রাণে বাঁচলেন বলিউডের ড্রিমগার্ল তথা বিজেপির সাংসদ হেমা মালিনি। উত্তর প্রদেশের মথুরা রেল স্টেশনে আচমকা এমন ঘটনার সম্মুখীন হন তিনি।

এই ঘটনার পরই স্টেশন চত্বরে গবাদি পশুদের নিয়ন্ত্রণ করতে না পারায় সাসপেন্ড করা হয়েছে স্টেশন ম্যানেজারকে।

উত্তর-মধ্য রেলওয়ের বিভাগীয় ম্যানেজার সনচিত ত্যাগীর কথায়, ঘটনার স্টেশন ম্যানেজার কে এল মীনাকে শুধু সাসপেন্ডই করা হয়নি, ঘটনার পুর্ণাঙ্গ তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।

তার কথায়, প্ল্যাটফর্মে গবাদি পশু প্রবেশের বিষযে নিয়ন্ত্রণ করতে না পারার জন্যই স্টেশন ম্যানেজারকে সাসপেন্ড করা হয়েছে।

ত্যাগী আরও জানিয়েছেন, মথুরা জংশন স্টেশন পুনর্বিন্যাসের সম্ভাবনা যাচাই করতেই এদিন পরিদর্শন করতে এসেছিলেন বিজেপি এমপি হেমা মালিনি। সেই সময়ই প্ল্যাটফর্মে থাকা একটি ষাঁড় তাঁর দিকে তেড়ে আসে। তখন সেখানে অনেকে থাকলেও সাংসদকে লক্ষ্য করেই তেড়ে যায় অবলা ষাঁড়টি। আনন্দবাজার

নভেম্বর ০৫, ২০১৭

মন্তব্য করুন: