• ঢাকা

  •  বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

ভিনদেশ

রাষ্ট্রপতির মেয়ে কেবিন ক্রু থেকে গ্রাউন্ডে

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ১৩:০৩, ১৩ নভেম্বর ২০১৭

রাষ্ট্রপতির মেয়ে কেবিন ক্রু থেকে গ্রাউন্ডে

বাবা ভারতের রাষ্ট্রপতি। দ্বায়িত্ব নেওয়ার পরে উঠলেন রাইসিনা হিলে। এ কারনেই কেবিন ক্রু মেয়েকে আকাশে উড়ে থাকা হলো না। নেমে পড়তে হলো মাটিতে।

রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি হওয়ার পর রাষ্ট্রপতি ভবনে গিয়েছেন জুলাইয়ে। আর এক মাস হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে কেবিন ক্রুয়ের কাজ করতে হচ্ছে না রামনাথ-কন্যা স্বাতীকে। তিনি এখন দিল্লিতে এয়ার ইন্ডিয়ার সদর দফতরে ইন্টিগ্রেশন বিভাগের অফিসার।

বিরোধী দলের অভিযোগ, রাষ্ট্রপতি-কন্যার পরিচয় তিনি গোপন রাখতে চাইলেও, এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ কেবিন ক্রুর চাকরি থেকে স্বস্তি দিয়েছে স্বাতীকে!

এয়ার ইন্ডিয়ার বোয়িং-৭৭৭ এবং বোয়িং-৭৮৭ বিমানে কেবিন ক্রু হিসেবে এতদিন কাজ করেছেন স্বাতী।

বিরোধী দলের অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এয়ার ইন্ডিয়ার এক পদস্থ কর্তা বলেন, ‘কেবিন ক্রু হলেও, রাষ্ট্রপতির মেয়ে বলে বিমানে ওঁর (স্বাতী) জন্য বেশ কয়েকজন নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করতে হতো। রাখতে হত মহিলা নিরাপত্তা রক্ষীও। ফলে, যাত্রী ও মহিলা যাত্রীদের আসন সংখ্যা কমতো। এখন সেটা হবে না। স্বার্থ সুরক্ষিত থাকলো বিমান যাত্রীদের।’

তার পর এয়ার ইন্ডিয়ার ওই পদস্থ কর্তা বলেছেন, ‘আমি অন্তত মনে করি রাষ্ট্রপতির কন্যা হয়ে কারও বিমানে কেবিন ক্রুর চাকরি করা উচিত নয়। সেটা খুব একটা শোভনও নয়।’

নভেম্বর ১৩, ২০১৭

মন্তব্য করুন: