• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বিনোদন

মিস ওয়ার্ল্ড হলেন ভারতের মানুষী চিল্লার

বিনোদন ডেস্ক

 প্রকাশিত: ০৫:৫১, ১৯ নভেম্বর ২০১৭

মিস ওয়ার্ল্ড হলেন ভারতের মানুষী চিল্লার

১৯৬৬ সালে এশিয়ার মধ্যে ভারতের হয়ে প্রথম মিস ওয়ার্ল্ডের খেতাব ছিনিয়ে এনেছিল মেডিক্যালের ছাত্রী রীতা ফারিয়া। ঘটনাচক্রে তার ঠিক অর্ধ শতাব্দী পর সেই একই খেতাব জয় করলেন আর এক মেডিক্যালের ছাত্রী মানুষী চিল্লার।

১০৮ জন প্রতিযোগীকে পেছনে ফেলে হরিয়ানার মেয়ে মানুষী শনিবার (১৮ নভেম্বর) মিস ওয়ার্ল্ড ২০১৭ নির্বাচিত হয়েছেন।

চিনের সান্যা সিটিতে এ দিন মানুষীর মাথায় বিশ্ব সুন্দরীর মুকুট পরিয়ে দেন গত বছরের সেরা পুয়ের্তো রিকোর স্টিফেনি ডেল ভ্যালে।

রীতার পর দীর্ঘ কয়েক দশক ভারত থেকে কেউ ওই খেতাব জেতেননি। শেষে খরা কাটে ১৯৯৪ তে। সে বার বিশ্বসুন্দরীর খেতাব পেয়েছিলেন ঐশ্বর্যা রাই। তার পর ১৯৯৭তে ডায়না হেডেন, ১৯৯৯ তে যুক্তামুখী এবং ২০০০ সালে প্রিয়ঙ্কা চোপড়া মিস ওয়ার্ল্ডের শিরোপা পেয়েছেন।

সুন্দরী প্রতিযোগিতায় এর আগে ১৯৯৪ সালে সুস্মিতা সেন মিস ইউনিভার্সের খেতাব নিয়ে এসেছিলেন ভারতে। ২০০০ সালে সেই একই খেতাব এনেছিলেন লারা দত্ত।

বাংলাদেশের প্রতিযোগী 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ' জেসিয়া ইসলাম সেরার মুকুট জয়ের প্রতিযোগিতার সেমিফাইনাল থেকে বাদ পড়েন।

নভেম্বর ১৯, ২০১৭

মন্তব্য করুন: