• ঢাকা

  •  বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

ভিনদেশ

অস্বাভাবিক স্তনের আকার নিয়ে বিড়ম্বনায় দুই সন্তানের জননী

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ০৭:২৫, ২৬ নভেম্বর ২০১৭

অস্বাভাবিক স্তনের আকার নিয়ে বিড়ম্বনায় দুই সন্তানের জননী

অদ্ভূত সমস্যা নিয়ে দিন কাটাচ্ছেন ২৩ বছর বয়সি অস্ট্রেলিয়ার শেরিডান লার্কম্যান। দুই সন্তানের জননী শেরিডান লার্কম্যানের স্তনের আকার আট বছর বয়স থেকে বেড়েই চলেছে। এখন তা ভয়াবহ আকার নিয়েছে। সাইজ হয়েছে কে-কাপ।

এই অবস্থা থেকে মুক্তি পেতে প্রয়োজন অস্ত্রোপচার। কিন্তু অস্ট্রেলিয়ায় এই অস্ত্রোপচার সম্ভব নয়। তাই যেতে হবে অন্যদেশে। এই ব্যয়বহুল চিকিৎসার খরচ মেটাতে অর্থসংগ্রহে নেমেছেন তিনি।

এখন যে মাপের অন্তর্বাস তিনি পরেন, তার থেকে আরও বড় মাপের অন্তর্বাস প্রয়োজন হয়ে পড়েছে তার। কিন্তু এত বড় সাইজের অন্তর্বাস পাওয়াটাও একটি কঠিন ব্যাপার। স্তনের আকার বৃদ্ধি আদৌথামবে কি না, তা নিয়ে কোন ধারনা নেই শেরিডানের।

১৬ বছর বয়সে এই সমস্যা নিয়ে তিনি চিকিতৎসকের কাছে গিয়েছিলেন। তখন চিকিতৎসক তাকে বলেছিলেন, এর থেকে বেশি আর বৃদ্ধি পাওয়া উচিত নয়। তখন শেরিডান ভেবেছিলেন আর হয়ত কিছুটা বৃদ্ধি পাবে। আর এক সাইজ বড় অন্তর্বাসেই কাজ চলে যাবে তার।

শুধু শারীরিক বিড়ম্বনাই নয়, বাড়ির বাইরে পুরুষদের অশোভন মন্তব্যের শিকারও হতে হয়েছে তাকে।

এই স্তনের সমস্যার জন্য দৈনন্দিন কাজকর্ম করতে অসুবিধা হয় শেরিডানের। সহজেই বাড়ির বাইরে বেরোনোর উপায়ও নেই। সেই সঙ্গে শরীরে অসহ্য যন্ত্রনা হয়। পিঠ, ঘাড়ের প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি। মেরুদণ্ডের সমস্যাও ভোগাচ্ছে।

তিনি বলেন, 'মেপে দেখিনি কখনও তবে একেকটা স্তনের ওজন ৫ থেকে ৬ কেজি করে হবে। যা ৪টা নবজাতকের ওজনের চেয়েও বেশি।'

শেরিডান বলেছেন, পোশাক, বিশেষ করে অন্তর্বাস কেনাটা একটা বড় ঝঞ্ঝাট। অনলাইনে অনেক বেশি অর্থ দিয়ে সেগুলি কিনতে হয় তাকে।

শেরিডান স্তনের আকার হ্রাসের অস্ত্রোপচারের জন্য #GoFundMe-র মাধ্যমে ১০ হাজার ডলার ওঠার আশা করছেন। এখনও পর্যন্ত ২ হাজার ডলার সংগ্রহ হয়েছে।

নভেম্বর ২৬, ২০১৭

মন্তব্য করুন: