• ঢাকা

  •  শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ছুটির ফাঁকে

জুকেরবার্গের বোন র‌্যান্ডিকে যৌন হয়রানি

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ০৭:০৮, ৩ ডিসেম্বর ২০১৭

জুকেরবার্গের বোন র‌্যান্ডিকে যৌন হয়রানি

আলাস্কা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যৌন হয়রানির শিকার হলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের বোন র‌্যান্ডি জুকেরবার্গ। র‌্যান্ডি নিজেও ফেসবুকের একজন প্রাক্তন একজিকিউটিভ।

বুধবার (৩০ নভেম্বর) সেই ঘটনার বিস্তারিত জানিয়ে টুইটারে একটি পোস্ট দেন তিনি। ওই পোস্টে বিমান কর্মীদের প্রতি অসহযোগিতার অভিযোগও এনেছেন র‌্যান্ডি।

তার এই পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়ানোর পর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেন আলাস্কা এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ইতোমধ্যে ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে।

র‌্যান্ডি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তিনি লস অ্যাঞ্জেলস থেকে মাজাতলান যাচ্ছিলেন। ফ্লাইটের প্রথম শ্রেণিতে ঠিক তার পাশেই বসেছিলেন অভিযুক্ত ব্যক্তি। ফ্লাইট ছাড়ার কিছু পরই তাকে লক্ষ্য করে অশালীন মন্তব্য করতে শুরু করেন অভিযুক্ত। তাকে স্পর্শ করার জন্য, এমনকী চোখ বুজে তাকে নিয়ে যৌন কল্পনা করার জন্য র‌্যান্ডিকে বারবার উত্যক্ত করতে থাকেন।

র‌্যান্ডির দাবি, প্রথম দিকে এসবে একদমই আমল দেননি তিনি। কিন্তু ওই ব্যক্তি বাড়াবাড়ি শুরু করলে তিনি বিমানসেবিকাকে বিষয়টি জানান। কিন্তু বিমানসেবিকা তার অভিযোগ একদমই গুরুত্ব দেননি। উল্টো ওই ব্যক্তির প্রতিই তিনি সহানুভূতিশীল ছিলেন। বিমানসেবিকা র‌্যান্ডিকে জানান, ওই ব্যক্তি তাদের ফ্লাইটে প্রায়ই ভ্রমণ করেন। অসুবিধা হলে র‌্যান্ডিকে পিছনের দিকের অন্য আসনে বসার ব্যবস্থা করে দিতে পারেন।

র‌্যান্ডির অভিযোগ, ওই ব্যক্তি তার আশেপাশে বসে থাকা অন্য মহিলাসহ যাত্রীদের প্রতিও অশালীন মন্তব্য করছিলেন।

বিমানসেবিকার এই আচরণে ভীষণ হতবাক হয়ে পড়েন র‌্যান্ডি। বাড়ি ফিরে সোশ্যাল মিডিয়ায় পুরোটা জানান।

ডিসেম্বর ০৩, ২০১৭

মন্তব্য করুন: