• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২০, ২০২৪

বাংলাদেশ

ম্যানহাটানে বাস টার্মিনালে বোমা হামলায় বাংলাদেশি আটক

নিউজ ডেস্ক

 প্রকাশিত: ০৬:২৭, ১২ ডিসেম্বর ২০১৭

ম্যানহাটানে বাস টার্মিনালে বোমা হামলায় বাংলাদেশি আটক

নিউ ইয়র্কের কেন্দ্রবিন্দু ম্যানহাটানের পোর্ট অথরিটি বাস টার্মিনালে রোববার সকালে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে আততায়ী। আহত হয়েছে আরও চার পথচারী।

নিউ ইয়র্ক পুলিশ জানায়, হামলাকারী একজন বাংলাদেশি নাগরিক। নাম আকায়েদ উল্লাহ। তার আনুমানিক বয়স ২৭। সে বোমাটি বহন করছিল। গত সাত বছর যাবত সে ব্রুকলিনে বসবাস করছিল। তার বাড়িতে তল্লাশি চালিয়েছে এফবিআই ও পুলিশ।

পুলিশি জেরায় আকায়েদ জানিয়েছে, বড় মাপের বিস্ফোরণ ঘটানোর লক্ষ্যে দেহে পাইপ বোমা বেঁধে সাবওয়ে স্টেশনের দিকে হেঁটে যাচ্ছিল। যান্ত্রিক গণ্ডগোলে গন্তব্যে পৌঁছনোর আগেই গাঁয়ে বাঁধা একটা পাইপ বোমা হঠাৎ ফেটে যায়।

বোমা বিস্ফোরনের পর তার গায়ে আগুন লেগে যায়। বম্ব স্কোয়াড এসে তাতে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ঘটনার সময় সে একাই ছিল বলে দাবি পুলিশের।

বাস টার্মিনালের নীচেই টাইমস স্কোয়ার ও পোর্ট টার্মিনাল সাবওয়ে স্টেশন।

নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, বিস্ফোরণ হয়েছে দু’টি স্টেশনের সংযোগকারী টানেলে। তখনই খালি করে দেওয়া হয় স্টেশন দু’টি। বন্ধ করে দেওয়া হয়েছে বাস টার্মিনালও।

আমেরিকার সবচেয়ে বড় বাস টার্মিনাল হলো এই পোর্ট অথরিটি টার্মিনাল। প্রতিদিন এখান দিয়ে গড়ে ২ লাখ ৩২ হাজার মানুষ যাতায়াত করে। টাইমস স্কোয়ার ও পোর্ট অথরিটি সাবওয়ে স্টেশন দিয়েও প্রতিদিন যাওয়া-আসা করেন কয়েক লাখ মানুষ।  যখন বিস্ফোরন ঘটে তখনও মানুষের চলাচল শুরু হয়নি সেভাবে। ঠিকমতো বিস্ফোরণ ঘটলে বিপুল প্রাণহানি হতো।

নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেমস ও’নিল প্রাথমিক ভাবে মনে করছেন, এটি জঙ্গি হামলা। তবে ধৃত ব্যক্তির সঙ্গে আইএসের যোগাযোগ ছিল কি না সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি।

ডিসেম্বর ১২, ২০১৭

মন্তব্য করুন: