হালুয়াঘাট (ময়মনসিংহ): হালুয়াঘাটে দুই কলেজ ছাত্র খুনের প্রধান আসামী সাহাপাড়া গ্রামের সারোয়ার ইবনে নূরকে (নাহিদ) আটক করেছে পুলিশ।
রবিবার (০৭ জানুয়ারি) বিকেলে হালুয়াঘাট থেকে তাকে আটক করা হয়।
এর আগে শনিবার (০৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সাহাপাড়া গ্রামে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই কলেজছাত্র আকাশ (২৩) ও সৌরভ (২৪) খুন হয়। এই ঘটনায় আহত হয় শূন্য (২৪) নামে আরেকজন।
এ ঘটনায় রবিবার আকাশের পিতা অধ্যাপক মজিবর রহমান বাদী হয়ে সাহাপাড়া গ্রামের নাহিদ (৩২), সোহান (২৩), রাজীব (২২), আকাশ (২৪), অনিকসহ (২০) ৯ জন ও অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামী করে হালুয়াঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম মিয়া মূলহোতা নাহিদকে আটকের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। তবে মামলার তদন্তের স্বার্থে সকল আসামিদের নাম প্রকাশ করছেন না।
জানুয়ারি ০৮, ২০১৮