• ঢাকা

  •  বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

জীবন-যাপন

প্রথম দর্শনে প্রেম নয় 'কাম' জাগে

লাইফস্টাইল ডেস্ক

 প্রকাশিত: ০৮:৫৮, ১৩ ডিসেম্বর ২০১৭

প্রথম দর্শনে প্রেম নয় 'কাম' জাগে

'প্রথম দর্শনে প্রেম' এই ধারণাটি মিথ্যা। বরং তার আগে শরীরের প্রতি আকর্ষণ আসে। সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য প্রকাশিত হয়েছে।

প্রথম দর্শনেই কারও প্রেমে হাবুডুবু খাওয়া বাস্তবে আদৌ সম্ভব কি না, তা যাচাই করতে সম্প্রতি এক সমীক্ষা করেন নেদারল্যান্ডসের গ্রনিনগেন বিশ্ববিদ্যালয়ের মনোবিদরা। মোট ৩৯৬ জন স্বেচ্ছাসেবকের উপর অনলাইন সমীক্ষা করা হয়। এদের মধ্যে ৬০ শতাংশ ডাচ ও জার্মান মহিলা, যারা সকলেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত।

স্বেচ্ছাসেবীদের বিভিন্ন অপরিচিত পুরুষের ছবি দেখিয়ে আকর্ষণের ভিত্তিতে রেটিং করতে বলা হয়। ছবির পুরুষদের প্রতি ঘনিষ্ঠতা, ভালোবাসা, শারীরিক আকর্ষণ ইত্যাদি বিষয়ে তাদের মতামত জানতে চাওয়া হয়। পাশাপাশি, অপরিচিতদের কাউকে দেখে প্রথম দর্শনেই মনে প্রেম জেগে উঠছে কি না, সে কথাও জানতে চাওয়া হয় সমীক্ষায়।

এর পরে আরও দুইটি সমীক্ষায় স্পিড ডেটিংয়ের মাধ্যমে নারী মনের অনুভূতি জানার চেষ্টা করা হয়। এই প্রক্রিয়ায় সমীক্ষায় অংশগ্রহণকারী নারী ও পুরুষকে পরস্পরের সঙ্গে একান্তে ২০-৯০ মিনিট সময় কাটাতে দেওয়া হয়। এর পরে তাদের মনোভাব জানতে চাওয়া হয়।

ফলাফলে দেখা যায়, ৩২জন স্বেচ্ছাসেবক (যাদের অধিকাংশই পুরুষ) প্রথম দর্শনে প্রেমের উপলব্ধির কথা জানিয়েছেন। তাদের খুঁটিয়ে প্রশ্ন করে জানা গেছে, আকর্ষণের অন্যতম প্রধান বিষয় শারীরিক সৌন্দর্য। #

মন্তব্য করুন: